তুরস্কে ( Turkey ) পাড়ি জমালেন বলিউড অভিনেতা ইমরান হাশমি

তুরস্কে ( Turkey ) পাড়ি জমালেন বলিউড অভিনেতা ইমরান হাশমি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Turkey
তুরস্কে ( Turkey ) পাড়ি জমালেন বলিউড অভিনেতা ইমরান হাশমি
ছবি সংগ্রহে সাইন টিভি

 

তুরস্কে ( Turkey )  পাড়ি জমালেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বিমানে  ওঠার আগে সামাজিক মাধ্যমে  মুম্বাই বিমানবন্দরে সেলফি  তুলে ভক্তদের এই  খবর জানিয়েছেন হাশমি। জানা গিয়েছে,  বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুটে অংশ নিতে তুরস্কে পাড়ি দিয়েছেন  দিয়েছেন ইমরান হাশমি। তুরস্কে  এই  সিনেমার টিম অবস্থান করছে এখন। সেখানে যোগ দেবেন তিনি। যদিও এ সিনেমার ব্যাপারে সরাসরি মুখ খোলেননি ইমরান।

 

উল্লেখ্য,   কিছুদিন আগে সালমান খান, ক্যাটরিনা কাইফসহ মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার টিম রাশিয়ায় পাড়ি  দিয়েছেন। ৪৫ দিনের শিডিউলে অন্তত পাঁচটি আন্তর্জাতিক গন্তব্যে অ্যাকশন দৃশ্যের শুট করবেন সালমান-ক্যাটরিনা, যার মধ্যে রয়েছে অস্ট্রিয়া ও তুরস্ক ( Turkey )  ।

 

আর ও  পড়ুন    তালিবান জমানায় টিভির পর্দায় এলেন মহিলা সঞ্চালক ( host )

 

সিনেমাটির প্রযোজকেরা চাইছেন শুটের বাকি অংশ অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক ( Turkey )  ও রাশিয়ায় দৃশ্য ধারণ করবেন। সিনেমাটির গল্পই এমন, যেখানে চরিত্রগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে অসম্ভব মিশনে। এ অঞ্চলে সিনেমাটির শুটিংয়ের জন্য বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। প্রযোজক আদিত্য চোপড়া চান, বড় পর্দায় যেন এই অ্যাকশন-প্যাকড সিনেমা ভালোভাবে উপভোগ করতে পারেন দর্শক।

 

এর আগে  বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে ‘টাইগার থ্রি’ সিনেমার গল্প। আর এই কারণে ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে বলিউড ভাইজানের। জানা গিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ পরিচালনা করছেন মনীশ শর্মা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top