বিষাক্ত সাপের বিষ সহ গ্রেপ্তার দুই। ধৃতদের নাম মহম্মদ কালিমুদ্দিন, জুবের খান। তাদের হেফাজত থেকে একটি কাচের জারে দুই কেজি সাপের বিষ মিলেছে। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফাঁসীদেওয়া মুড়লিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে সূত্রের মেলা খবর মোতাবেক এসএসবি ও বন দপ্তর এই বিষ সহ দুজনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
ঘোষপুকুর রেঞ্জের কার্শিয়াং ডিভিশনের ডিএফও দ্বীপেন বিশ্বকর্মা জানান এ ধরনের একটা খবর ছিল। সে মোতাবেক নজর ছিল ঘোষপুকুর রেঞ্জের। শুক্রবার ধৃতদের গ্রেপ্তার করা হয়। একটি জারে দুই কেজি পরিমানে বিষাক্ত সাপের বিষ উদ্ধার হয়েছে। এই বিষ নেপালে পাচারের উদ্দেশ্যে ছিল তাদের। এই বিষের মূল্য গণনা করা সম্ভব হয়নি। তা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।
উল্লেখ্য, বিষাক্ত সাপের বিষ সহ গ্রেপ্তার দুই। ধৃতদের নাম মহম্মদ কালিমুদ্দিন, জুবের খান। তাদের হেফাজত থেকে একটি কাচের জারে দুই কেজি সাপের বিষ মিলেছে। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফাঁসীদেওয়া মুড়লিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে সূত্রের মেলা খবর মোতাবেক এসএসবি ও বন দপ্তর এই বিষ সহ দুজনকে গ্রেপ্তার করে।
ঘোষপুকুর রেঞ্জের কার্শিয়াং ডিভিশনের ডিএফও দ্বীপেন বিশ্বকর্মা জানান এ ধরনের একটা খবর ছিল। সে মোতাবেক নজর ছিল ঘোষপুকুর রেঞ্জের। শুক্রবার ধৃতদের গ্রেপ্তার করা হয়। একটি জারে দুই কেজি পরিমানে বিষাক্ত সাপের বিষ উদ্ধার হয়েছে। এই বিষ নেপালে পাচারের উদ্দেশ্যে ছিল তাদের। এই বিষের মূল্য গণনা করা সম্ভব হয়নি। তা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।