নিজস্ব সংবাদদাতা ৭ নভেম্বর ২০২০ সল্টলেক : গত পয়লা নভেম্বর সল্টলেক দত্তাবাদ এ বোমাবাজির ঘটনায় গ্রেফতার দুই বিজেপি কর্মী। গ্রেফতার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
বেঙ্গল কেমিক্যালস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। তাদের নাম ভোলা সর্দার এবং সানি দাস। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাঁদের আজ বিধাননগর আদালতে তোলা হচ্ছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে।
আরও পড়ুন…আবুতাহের খানের ডাকা বৈঠক বয়কট করল মোশারফ হোসেন
যদিও ভোলা সর্দারের দাবি তাঁরা বিজেপি করে তাই তাঁদের ফাঁসানো হচ্ছে। তবে বোমা মেরেছে তৃণমূলেরকর্মী রাজু এবং রমেশ।