হুমগড়ে হাতির তাণ্ডবে প্রাণ হারানো দুটি গবাদি পশু ,ভাঙলো একাধিক বাড়ি এলাকা জুড়ে আতঙ্ক। শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বন বিভাগের হুমগড় রেঞ্জের আমকোপা অঞ্চলের খড়কাটা পালপাড়া এলাকায় আচমকা ঢুকে পড়ে প্রায় ৩৫টি দাঁতাল হাতির দল। ওই হাতির দল লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় । একটি গাই গরু, একটি বাছুরকে হাতির দল পা দিয়ে পিষে মেরে দেয় ।
সেই সঙ্গে একটি বড় বলদ গরু হাতির হামলায় গুরুতর জখম হয়। এছাড়াও একাধিক বাড়িতে হামলা চালায় হাতির দল ।যার ফলে বেশ কয়েকটি বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল বলে গ্রামবাসীরা জানান। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতির দলটি বলে গ্রামবাসীরা জানিয়েছেন। তবে শীতের মধ্যেও হাতির গর্জনে গ্রামবাসীদের ঘুম ভেঙ্গে যায়। যার ফলে গ্রাম বাসীরা জেগে ওঠায় মানুষের কোন ক্ষতি হয় নি।
আরও পড়ুন – শশী, জয়প্রকাশ, সায়ন্তিকা-র নিশানায় শুভেন্দু
লোকালয়ে ঢুকে তান্ডব চালানোর পাশাপাশি মাঠে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে হাতির দলটি ।আলু চাষের প্রচুর ক্ষতি করেছে ওই হাতির দলটি বলে গ্রামবাসীরা জানান। যার ফলে হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানিয়েছেন ।
বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতিকে উত্ত্যক্ত করতে নিষেধ করা হয়েছে, সন্ধে ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতেও নিষেধ করা হয়েছে । তা সত্ত্বেও হাতির দল যেভাবে এলাকায় এসে তান্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা বলে ওই এলাকার আতঙ্কিত গ্রামবাসীরা জানান।
উল্লেখ্য, হুমগড়ে হাতির তাণ্ডবে প্রাণ হারানো দুটি গবাদি পশু ,ভাঙলো একাধিক বাড়ি এলাকা জুড়ে আতঙ্ক। শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বন বিভাগের হুমগড় রেঞ্জের আমকোপা অঞ্চলের খড়কাটা পালপাড়া এলাকায় আচমকা ঢুকে পড়ে প্রায় ৩৫টি দাঁতাল হাতির দল। ওই হাতির দল লোকালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় । একটি গাই গরু, একটি বাছুরকে হাতির দল পা দিয়ে পিষে মেরে দেয় ।