পুকুর জল ছেঁচে পাওয়া জীবনের সেই মোবাইল পাঠানো হল ফরেনসিক ল্যাবে , গত সপ্তাহে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে যায় সিবিআই। তদন্তকারীদের উপস্থিতিতে বাড়ির পাঁচিল বেয়ে নেমে দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দেন জীবন। বিধায়কের বাড়ির পাশের পুকুর থেকে দু খানা মোবাইল তুলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল সিবিআই আধিকারিকদের। পাম্প দিয়ে পুকুরের জল বের করেও মোবাইলের দেখা মেলেনি। অনেক তল্লাশির পর মেলে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল। এবার সেগুলি খতিয়ে দেখার পালা। জীবনকৃষ্ণ সাহার মোবাইলে কী এমন ছিল যে তদন্তকারীরা পৌঁছতেই মোবাইল ছুড়ে ফেলে দিতে হয়েছিল? এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। এবার সেই দুই মোবাইল পাঠানো হল ফরেনসিক পরীক্ষার জন্য। ওই মোবাইল থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।
গত সপ্তাহে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে যায় সিবিআই। তদন্তকারীদের উপস্থিতিতে বাড়ির পাঁচিল বেয়ে নেমে দুটি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দেন জীবন। পরের দিন সকাল থেকে শুরু করে পুকুর ছেঁচার কাজ। দীর্ঘ তল্লাশির পর উদ্ধার করা হয় মোবাইল দুটি। গত সোমবার গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণকে। আদালতে সিবিআই জানিয়েছিল, মোবাইল জলে ফেলে দিয়ে ডিজিটাল এভিডেন্স নষ্ট করতে চেয়েছেন জীবন। এবার সেই মোবাইলের তথ্যের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন – ‘এবার অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হয়ে যাবে’, জোড়া ফুলকে খোঁচা নওসাদের,
ওই দুই মোবাইল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠাতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিল সিবিআই। বিশেষ সিবিআই আদালত থেকে সেই অনুমোদন পাওয়ার পর এবার মোবাইল দুটি পাঠানো হল পরীক্ষার জন্য। এতক্ষণ সেগুলি জলের তলায় ছিল, তাতে অনেক ডিভাইসই অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। তবে ফরেনসিক ল্যাব তার মধ্যেও কতটা তথ্য় বের করতে পারে, সেটাই এখন দেখার।