UBIEA WB আয়োজনে ইউনাইটেড ব্যাঙ্কের ক্ষুদ্র সঞ্চয় সংগ্রাহক দের নিয়ে সাধারণ সভা

নিজস্ব সংবাদদাতা,বহরমপুর, ২৫শে নভেম্বর : UBIEA WB আয়োজনে ইউনাইটেড ব্যাঙ্কের ক্ষুদ্র সঞ্চয় সংগ্রাহক দের নিয়ে সাধারণ সভা আয়োজিত হল মুর্শিদাবাদের বহরমপুর কালেক্টরেট ক্লাবে। সংগঠনের বক্তব্য ব্যাঙ্ক ক্ষুদ্র সঞ্চয় সংগ্রাহক দের স্কিম বন্ধ করে দিচ্ছে এমন কি সুদের হারও কমিয়ে দিয়েছে ব্যাঙ্ক। যে মেশিনের মাধ্যমে টাকা গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় সেই আই এইচ এস মেশিন গুলি অনেক পুরানো, চার্জ থাকছে না, সেই গুলির পরিবর্তনও দেওয়া হয় না। এই বিষয় গুলি নিয়ে এদের আন্দোলন। এর পরেও যদি কাজ না হয় তাহলে তারা বৃহত্বর আন্দোলনে যাবেন l