‘পদত্যাগ হয়তো ভুল ছিল’, সুপ্রিম রায়ের পর মুখ খুললেন উদ্ধব ঠাকরে,মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ সমালোচনা করার পর মুখ খুললেন উদ্ধব ঠাকরে। নৈতিক দায় নিয়ে একনাথ শিন্ডের পদত্যাগ দাবি করলেন তিনি। সেইসঙ্গে সরকার ভেঙে দিয়ে এখনই নির্বাচনে মুখোমুখী হওয়ার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের পরেই শিন্ডে সেনার বিরুদ্ধে সুর চড়ান প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব। তাঁর মতে, আস্থাভোটের নির্দেশ সহ পুরো বিষয়টি বেআইনি। বেআইনিভাবে ক্ষমতা দখল করা একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী পদে বসার কোনও যোগ্যতা নেই বলে দাবি করেন। নৈতিক দায় নিয়ে শিন্ডের পাশাপাশি বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশেরও পদত্যাগের পরামর্শ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।এদিকে, উদ্ধবের পাশাপাশি বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় সুপ্রিম রায়ে তাঁদের নৈতিক জয় হয়েছে বলে দাবি করেছেন উদ্ধবসেনার সাংসদ সঞ্জয় রাউত। এক্ষেত্রে আস্থাভোট নিয়ে রাজ্যপালের ভূমিকার সুপ্রিম সমালোচনাকে হাতিয়ার করেছেন তিনি।
প্রসঙ্গত, গত বছর জুন মাসে শিবসেনায় বিদ্রোহের জেরে একনাথ শিন্ডে সহ ১৫ জন বিধায়কের সদস্যপদ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল উদ্ধব শিবির। সেই মামলায় বৃহস্পতিবার রায় শোনাল সাংবিধানিক বেঞ্চ। উদ্ধবসেনার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।
বৃহস্পতিবার শিবসেনার বিদ্রোহী ১৫ জন বিধায়কের বিধানসভার সদস্যপদ বাতিল সংক্রান্তে মামলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শিন্ডে শিবির। উদ্ধবসেনার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তা সত্বেও, মামলার পর্যবেক্ষণে তৎকালীন মহারাষ্ট্রের রাজ্যপাল এবং বর্তমান স্পিকারের সমালোচনা করতে ছাড়েনি শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ।
উদ্ধব ঠাকরে-কে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্বয়ং। তাঁর মতে, যে কোনও বিষয় নিয়ে সরকারি দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু বিরোধের জেরে সেই দলের নেতাকে আস্থাভোট নেওয়ার জন্য রাজ্যপালের নির্দেশ কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন – ‘বন্দে ভারতে’ চেপে একদিনেই পুরী ! কখন টাইম, কত ভাড়া জেনে নিন
মামলায় পর্যবেক্ষণে এখানেই থেমে থাকেননি প্রধান বিচারপতি চন্দ্রচূড়। প্রশ্ন তুলেছেন জোট সরকারের নয়া স্পিকার রাহুল নরবেকরের ভূমিকারও। যেভাবে শিন্ডে শিবিরের বিধায়ক ভরত গোগওয়ালাকে চিফ হুইপ মর্যাদা দিয়েছিলেন, তাও অসাংবিধানিক বলে মনে করছেন সুপ্রিম কোর্টর প্রধান বিচারপতি। চিফ হুইপ ঘোষণার অধিকার সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বলে জানিয়েছেন চন্দ্রচূড়।