ব্রিটেনের রাজপথে ৪২ কিলোমিটার শাড়ি পড়ে দৌড়ে দেশের মুখ উজ্জ্বল করল মধুস্মিতা , দেখুন ভিডিও

ব্রিটেনের রাজপথে ৪২ কিলোমিটার শাড়ি পড়ে দৌড়ে দেশের মুখ উজ্জ্বল করল মধুস্মিতা , দেখুন ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্রিটেনের রাজপথে ৪২ কিলোমিটার শাড়ি পড়ে দৌড়ে দেশের মুখ উজ্জ্বল করল মধুস্মিতা, দেখুন ভিডিও , সম্বলপুরি শাড়ি পরে ৪২ কিলোমিটারের বেশি ম্যারাথন দৌড়ে ছুটে তাক লাগালেন ভারতীয় মহিলা। কথায় আছে শাড়িতেই নারী। দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যাতে শাড়ি পরে বল পায়ে মহিলাদের মাঠ শাসন করতে দেখা গিয়েছে। এবার ফের এক ভারতীয় মহিলার ভিডিও ভাইরাল হয়েছে।

 

 

 

 

ব্রিটেনে এক ভারতীয় মহিলা সম্বলপুরি শাড়ি পরে ম্যানচেস্টার ম্যারাথনে অংশ নিয়ে সাড়ে ৪২ কিলোমিটার দীর্ঘ পথ দৌড়েছেন। রেসের ছবি সামনে আসতেই মানুষজনের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। ভিডিওতে একটি লাল শাড়ি এবং কমলা স্নিকার্স পরে, ৪১ বছর বয়সি মধুস্মিতাকে দীর্ঘ দূরত্ব শাড়ি পরে দৌড়াতে দেখা গিয়েছে। তার এই পথ পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট । এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রতিক্রিয়া দেখার মত। তাঁর কীর্তিতে গর্বিত ইংল্যান্ডবাসী ওড়িশার ভূমিপুত্র ও কন্যারা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে মধুস্মিতা জানিয়েছেন তিনি যে পোশাকে স্বচ্ছন্দ তাতেই দৌড়তে অভ্যস্ত।

 

 

 

উল্লেখ্য, ‘ফ্রেন্ডস অফ ইন্ডিয়া সোসাইটি ইন্টারন্যাশনাল ইউকে’-এর অফিসিয়াল টুইটার হ্যেন্ডেলে ম্যারাথন দৌড়ের একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে, মধুস্মিতাকে শাড়ি পরে আরামে দৌড়াতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে লেখা আছে, ‘মধুস্মিতা জেনা, একজন ভারতীয়, যিনি ব্রিটেনের ম্যানচেস্টারে থাকেন, একটি সুন্দর সম্বলপুরি শাড়ি পরে ২০২৩ সালের ম্যারাথনে ভারতীয় ঐতিহ্য প্রদর্শন করছেন। তিনি ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে মেলে ধরেছেন।

 

 

আরও পড়ুন –  মলত্যাগ করে এবার আপনিও কোটিপতি হতে পারেন! কত টাকা পাবেন ? দেখুন…

 

 

 

 

 

মধুস্মিতা বিশ্বজুড়ে অনেক ম্যারাথন এবং আল্ট্রা-ম্যারাথনে দৌড়েছেন এর আগে। সম্প্রতি তিনি শাড়ি পড়ে ব্রিটেনে ভারতীয় সম্প্রদায়কে তাদের ঐতিহ্যকে তুলে ধরে গর্বিত করেছেন। সবাই তার অনন্য স্টাইলের প্রশংসা করছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং সর্বোপরি, ভারতীয় নারী হিসাবে আপনার এই প্রচেষ্টাকে স্যালুট।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতের জনগণের জন্য একটি গর্বের মুহূর্ত।’ ম্যানচেস্টার ম্যারাথনে সাড়ে ৪২ কিলোমিটার পথ শাড়ি পরে দৌড়ে সকলকে তাক লাগিয়ে দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top