বিশ্বভারতী পেতে চলেছে নতুন তকমা! জানিয়ে দিলেন মোদীর মন্ত্রী,নতুন পালক উঠতে চলেছে বিশ্বভারতীর মুকুটে। ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বিশ্ববিদ্যালয়টি। মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী। ঠিক তার পর দিনই অর্থাৎ বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। মঙ্গলবার রাজ্য জুড়ে পালিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী। ঠিক তার পর দিনই অর্থাৎ বুধবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
সম্প্রতি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আমলে বিশ্বভারতীতে তৈরি হয়েছে একের পর এক বিতর্ক। এই আবহে মঙ্গলবার রাজ্য সফরে এসে কলকাতায় রবীন্দ্রজয়ন্তী পালন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । তার পর দিনই কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণা।
https://twitter.com/kishanreddybjp/status/1656001632734416896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1656001632734416896%7Ctwgr%5E92aa9613fdea6b767cd2964a93d05697a8037e89%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fpurulia-birbhum-bankura%2Funion-culture-minister-said-that-santiniketan-recommended-for-inclusion-in-unesco-world-heritage-list-dgtld%2Fcid%2F1428934
আরও পড়ুন – জলীয় বাষ্প শুষে নিচ্ছে নিম্নচাপ,মোকা তৈরির আগে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি, বৃষ্টি…
রেড্ডি টুইট করেছেন, ‘‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সারা দেশের জন্য সুখবর। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় রাখার জন্য সুপারিশ করা হয়েছে।’’ এই প্রস্তাব দিয়েছে ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমস। রেড্ডি এও জানিয়েছেন, বিশ্বভারতী আনুষ্ঠানিক ভাবে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় ঠাঁই পেল কি না তা আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে একটি সভায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার কথা উল্লেখ করেছেন রেড্ডি।
আরও পড়ুন – অধীরের সঙ্গে সভার আগে সেলিমের মুখে আরও জোরাল জোটবার্তা
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )