‘বিদেশে গিয়ে দেশের সমালোচনা মানায় না’,রাহুলকে পূর্বপুরুষদের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ শাহের

‘বিদেশে গিয়ে দেশের সমালোচনা মানায় না’,রাহুলকে পূর্বপুরুষদের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ শাহের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘বিদেশে গিয়ে দেশের সমালোচনা মানায় না’,রাহুলকে পূর্বপুরুষদের থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ শাহের, বিদেশে গিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হয়েছেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। বিদেশের মাটিতে কংগ্রেস নেতার এ হেন আচরণ নিয়েই এবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার প্রাক্তন কংগ্রেস সভাপতির সমালোচনা করে তিনি বলেন, “দেশের বাইরে গিয়ে দেশের নামে নিন্দা করা কোনও দলের নেতাকেই মানায় না।” সম্প্রতিই লন্ডনে দেশের আইন-শৃঙ্খলা ও শাসন ব্যবস্থা নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। এর আগে ‘দেশে গণতন্ত্র নেই’ বলেও মন্তব্য করেছিলেন রাহুল। এবার তাঁর এই ধরনের মন্তব্যগুলিরই পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

 

 

 

 

 

সম্প্রতিই আমেরিকায় গিয়ে মোদী সরকারের সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী। তার পাল্টা জবাবে এ দিন অমিত শাহ বলেন, “যে কোনও দেশপ্রেমী মানুষেরই উচিত দেশের অন্দরে ভারতের রাজনীতি নিয়ে আলোচনা করা। কোনও দলের নেতার বিদেশে গিয়ে দেশের রাজনীতি নিয়ে আলোচনা করা এবং দেশের সমালোচনা করা মানায় না। রাহুল বাবা, এটা মনে রাখবেন যে দেশের মানুষ গোটা বিষয়টা দেখছেন।”

 

 

 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ব্যাপক পরিবর্তনের সাক্ষী হয়েছে। কিন্তু কংগ্রেস দেশ-বিরোধী বিষয় নিয়ে আলোচনা করা থামাতেই চায় না। গ্রীষ্মের গরমের জন্য রাহুল বাবা বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে দেশের নিন্দা করছেন। আমি রাহুল গান্ধীকে বলতে চাই যে নিজের পূর্বপুরুষদের থেকে কিছু শিখুন।”

 

 

আরও পড়ুন – পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও ছুটি নয় পুলিশের,

 

 

 

মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাটের পাটান জেলার সিদ্ধপুরে একটি জনসভায় যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই তিনি বলেন, রাহুল গান্ধী বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন। তিনি (রাহুল গান্ধী) যেন তাঁর পূর্বপুরুষের থেকে শিক্ষা নেন, এমনটাও বলেন অমিত শাহ (Amit Shah)।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top