সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধনে রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝটিকা সফরে এসেছিলেন তিনি। আজ বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এরপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন তিনি। এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। অযোধ্যার রামমন্দিরের এখনও উদ্বোধন হয়নি। তবে তার আগেই আজ কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বললেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য।”
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট থেকে দিল না রক্ষাকবচ সুমিত রায়কে
দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। শারদ-আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পুজোর উদ্বোধনে এসে বললেন, “এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয়। শক্তির আরাধনা হয়।”
আজ পুজোর উদ্বোধনে এসে কোনও রাজনৈতিক মন্তব্য করতে চান না অমিত শাহ। বললেন, “পশ্চিমবঙ্গে আমি আসব। রাজনীতির কথাও বলব। কিন্তু আজ নয়। জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। তার আগেই আজ উত্তর কলকাতার মণ্ডপে রামমন্দিরের উদ্বোধন করে ফেলেছেন কলকাতাবাসী। এর জন্য আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি।”
শুধু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনের জন্যই সোমবার কলকাতায় আসছেন তিনি। কলকাতায় শাহর সফরসূচিতে এখনও পর্যন্ত শুধু এই একটিই কর্মসূচি থাকছে। প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়ারের এই দুর্গাপুজোর অন্যতম পৃষ্ঠপোষক কলকাতা পুরনিগমের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। গতবছর এখানে লালকেল্লার আদলে পুজোর মণ্ডপ বানানো হয়েছিল। প্রচুর ভিড়ও টেনেছিল সেই মণ্ডপ। ভিড় সামলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছিল পুজোর উদ্যোক্তাদের। এবার সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। গতবছর এখানে লালকেল্লার আদলে পুজোর মণ্ডপ বানানো হয়েছিল। প্রচুর ভিড়ও টেনেছিল সেই মণ্ডপ। ভিড় সামলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছিল পুজোর উদ্যোক্তাদের। এবার সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। ভিড় সামলাতে লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণের জন্য বন্ধও রাখতে হয়েছিল পুজোর উদ্যোক্তাদের। এবার সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে।