রবীন্দ্রজয়ন্তী পালনে একদিনের সফরে বাংলায় আসছেন শাহ, দিনভর কী কী কর্মসূচি? রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বীরভূমে কিছুদিন আগেই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহ (Amit Shah)। সেই সময় থেকেই গুঞ্জন ছিল, তিনি ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে (Rabindra Jayanti) আবার আসতে পারেন বঙ্গ সফরে। সেই জল্পনা সত্যি করে ফের বাংলায় আসছেন অমিত শাহ। ৯ মে (পঁচিশে বৈশাখ) সকালে কলকাতায় আসছেন তিনি। ঝটিকা সফরে দিনভর রয়েছে ঠাসা কর্মসূচি। সকালে কলকাতায় পৌঁছেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন তিনি। সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এরপর বিএসএফ-এর সঙ্গে একটি সরকারি বৈঠকেও বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকের পর একটি দলীয় কর্মসূচিও রয়েছে বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে একটি বৈঠক করতে পারেন তিনি।
প্রসঙ্গত, এর আগে রবীন্দ্রনাথঠাকুরে স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনেও গিয়েছিলেন অমিত শাহ। সেখানে বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছেন তিনি। আর এবার রবীন্দ্রজয়ন্তীতে কলকাতায় এসে তিনি যাবেন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানানোর পর বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর এক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।
আরও পড়ুন – পুতিনের উপর হামলা হতেই পাল্টা ড্রোন হামলা রাশিয়ার,
কলকাতায় সায়েন্স সিটিতে রবীন্দ্রজয়ন্তীর একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহর। গোটা দিনের ঠাসা কর্মসূচি শেষে সেদিনই দিল্লিতে ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ব্যস্ত সফরসূচির মধ্যেও নজর থাকছে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে তাঁর কী নিয়ে আলোচনা হয়, সেই দিকে নজর থাকছে রাজনৈতিক মহলের। বিশেষ করে এর আগে বীরভূমের সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বঙ্গ বিজেপিকে যে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ, সেই বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে কোনও আলোচনা তিনি ওইদিন করেন কি না, সেই দিকেই নজর রাজ্য রাজনীতির পর্যবক্ষকদের।