কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পদক নেবেন বাংলার ৮ পুলিশ আধিকারিক, রয়েছেন এক মহিলা ইন্সপেক্টরও, এ বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) হাত থেকে পদক নেবেন এ রাজ্যের ৮ পুলিশ আধিকারিক। শনিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ১৪০ জন পুলিশ আধিকারিকের নাম ঘোষণা করেছে। এরমধ্যে ১৫ জন সিবিআইয়ের (CBI), এনআইএর (NIA) ১২ জন রয়েছেন। ২২ জন মহিলাও এবার এই সম্মান পাচ্ছেন। তদন্তে সর্বোচ্চ দক্ষতার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হবে। স্বাধীনতা দিবসে ১৫ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক দেওয়া হয় দেশের পুলিশ (Police) আধিকারিকদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও থাকেন তালিকায়। ২০১৮ সালে এই মেডেল (Medal)প্রদানের সিদ্ধান্ত হয়। মূলত উচ্চপর্যায়ে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া ও দক্ষতাকে সম্মান জানাতেই এই সম্মান প্রদান।
২০১৮ সালে এই মেডেল (Medal) প্রদানের সিদ্ধান্ত হয়। মূলত উচ্চপর্যায়ে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া ও দক্ষতাকে সম্মান জানাতেই এই সম্মান প্রদান। প্রতি বছর ১২ অগস্ট এই পুরস্কারপ্রাপকের তালিকা ঘোষণা করা হয়। এছাড়া উত্তর প্রদেশের ১০ জন, কেরল (Keral) ও রাজস্থানের (Rajasthan) ৯ জন করে, তামিলনাড়ুর (Tamilnaru) ৮ জন, মধ্য প্রদেশের (Madhayapradesh) ৭ জন, গুজরাটের (Gujrat) ৬ জন পুলিশ আধিকারিক এই পুরস্কার পাবেন। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আধিকারিকরাও আছেন তালিকায়।
আরও পড়ুন – ডিসেম্বরের বিমান টিকিট কনফার্ম! সচিনকে ভালোবেসে ভারতে এসেছিলেন সীমা, তিনি কি ফের…
আরও পড়ুন – ‘ভারতে জনসংখ্যা এখনই নিয়ন্ত্রণ করা না গেলে…’, কলকাতার এক অনুষ্ঠানে এসে প্রকাশ…
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এ রাজ্যের পুলিশ ইন্সপেক্টর পল্লবকুমার গঙ্গোপাধ্যায়, গৌতম সাহা, রানা মিশ্র, শ্রাবন্তী ঘোষ এই মেডেল পাচ্ছেন। সাব-ইন্সপেক্টর আলতাব হোসেন মল্লিক, চিন্ময় বন্দ্যোপাধ্যায়, সুষম মিত্র, তুষিময় দাসও এই সম্মান পাচ্ছেন।
( সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )