কংগ্রেস জমানায় মণিপুরের পরিস্থিতি তুলে ধরে আক্রমণ অনুরাগের

কংগ্রেস জমানায় মণিপুরের পরিস্থিতি তুলে ধরে আক্রমণ অনুরাগের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কংগ্রেস জমানায় মণিপুরের পরিস্থিতি তুলে ধরে আক্রমণ অনুরাগের , বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের হই-হট্টগোলে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। দ্বিতীয় সপ্তাহে অধিবেশন শুরুর প্রাক্কালে রবিবার ফের বিরোধীদের আলোচনায় যোগ দিয়ে সুষ্ঠুভাবে সংসদ চালানোর আবেদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এপ্রসঙ্গে কংগ্রেস জমানায় মণিপুরের (Manipur) পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অনুরাগ ঠাকুর।

 

 

 

 

 

 

 

বিরোধীরাই আদতে মণিপুর নিয়ে আলোচনা থেকে পালাচ্ছে বলেও এদিন কটাক্ষ করেন অনুরাগ ঠাকুর। এপ্রসঙ্গে কংগ্রেস জমানায় মণিপুরের পরিস্থিতি ও বর্তমানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর কথায়, “কংগ্রেস জমানায় মাসের পর মাস, বছরে ৬ মাস মণিপুর বন্ধ থাকত। শত-শত খুন হয়েছে। কিন্তু, তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কোনও বিবৃতি দেননি এবং কোনও পদক্ষেপও করেননি।” এপ্রসঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর ভূমিকা তুলে ধরে অনুরাগ ঠাকুর বলেন, “অধিবেশনের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর নিয়ে সংসদে বিবৃতি দিয়েছেন। এমনকি রাজস্থান, ছত্তীসগঢ়, বাংলা, বিহারে মহিলাদের উপর অত্যাচার বেড়ে চলার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা মণিপুর নিয়ে আলোচনা করতে প্রথম দিন থেকেই প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও একবার নয়, দুবার বিরোধীদের আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।” কিন্তু, বিরোধীরা আলোচনা থেকে পালাচ্ছেন অভিযোগ তুলে তাঁরা কেন পালাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

 

 

 

আরও পড়ুন-   লোকসভা নির্বাচনে চওড়া হাসি ফুটতে পারে তৃণমূলের ঠোঁটে? BJP-ই বা পেতে পারে…

 

 

 

 

মূলত, মণিপুর ইস্যুতেই বিরোধীদের হই-হট্টগোলে বাদল অধিবেশনের শুরু থেকে উত্তাল হয়েছে সংসদ। বিরোধী জোটের ২১ সাংসদ মণিপুরের পরিস্থিতি পরিদর্শনেও গিয়েছেন। কিন্তু, সরকার মণিপুর নিয়ে সংবেদনশীল এবং মহিলাদের উপর নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছে বলে রবিবার ফের বিরোধীদের বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। আগামী কাল বিরোধীদের আলোচনায় অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে অধিবেশন চালানোর আহ্বান জানিয়ে রবিবার তিনি বলেন, “আমরা মণিপুর নিয়ে যথেষ্ট সংবেদনশীল এবং এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আশা করছি, মণিপুরে যাঁরা গিয়েছিলেন সকল সাংসদ আগামী কাল সংসদে আলোচনায় অংশগ্রহণ করবেন। পালাবেন না। নিজেদের মতামত জানাবেন।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top