দক্ষিণ দিনাজপুর ( University ) জেলার ছাত্র – ছাত্রী – শিক্ষানুরাগী জনগণের স্বপ্ন পূরণের দীর্ঘ প্রতিক্ষিত দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়-এর পথ চলা শুরু হল। উদ্বোধন হল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প অফিসের।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভবানী এলাকার দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ( University ) -এর ক্যাম্প অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক আয়েশা রানি এ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের ( University ) ভাইস চ্যান্সেলর সঞ্চারী রায় মুখার্জি, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে। প্রসঙ্গত উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে জেলার ছাত্র ছাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ২০১৮ সালে ২১শে ফেব্রুয়ারি গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাশাসনিক সভার মঞ্চ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী স্বয়ং।
যার পরে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বালুরঘাট বিমানবন্দর সংলগ্ন একটি জমি চিহ্নিত করে শুরু হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরার কাজ। এরপর চলতি বছরের ১৯শে জুলাই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারী রায় মুখার্জি সাংবাদিক বৈঠক ডেকে অক্টোবর মাস থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন চালুর কথা জানান।
আর ও পড়ুন রাজবংশের ( Dynasty ) সন্তান হয়েও বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেছেন যারা
জানা গেছে ১-লা সেপ্টেম্বর তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ভর্ত্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, ১৫-ই সেপ্টেম্বর অবধি ভর্ত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে। ইংরাজি, অংক এবং রাস্ট্রবিজ্ঞান আপাতত এই তিনটি বিষয়ে অনলাইনে ক্লাস হবে। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়-এর ক্যাম্প অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হতেই খুশির হাওয়া জেলা জুড়ে।
বালুরঘাটের বাসিন্দা তুহিন শুভ্র মন্ডল এদিন রাজ্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপনও করেন জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য। অপরদিকে এদিন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প অফিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সঞ্চারি রায় মুখার্জি বলেন ৮টি নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় একটি। তিনি জানান মাহিনগর এলাকায় বিশ্ববিদ্যালয় ভবনের নির্মাণ একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অফিস ক্লাস শুরু করে দিতে হবে যে কারনে ক্যাম্প অফিসের উদ্বোধন।
তিনি আরও জানান আগামী শিক্ষাবর্ষে যদি বড় জায়গা পেয়ে যায় তখন তারা আরও ৬-৮টি বিষয় বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনে সংযুক্ত করতে পারবেন। সঞ্চারি রায় মুখার্জি বলেন এটি শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, আমরা এই যাত্রাকে আরও উচ্চ শিখরে নিয়ে যাব, চেষ্টা করব ছাত্র ছাত্রীদের এখানে সমস্ত সূযোগ সুবিধা দেওয়ার জন্য।