Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
এটা উরফি! ফ্যাশনের ঠেলায় একি করে বসলেন উরফি?

এটা উরফি! ফ্যাশনের ঠেলায় একি করে বসলেন উরফি? মানতে পারছেন না ভক্তরা

এটা উরফি! ফ্যাশনের ঠেলায় একি করে বসলেন উরফি? মানতে পারছেন না ভক্তরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এটা উরফি! ফ্যাশনের ঠেলায় একি করে বসলেন উরফি? মানতে পারছেন না ভক্তরা, উরফি জাভেদ, ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই সেলেবের প্রতিটা পোস্টে কিছু না কিছু নতুন থাকে। এবার অন্য সুরে কথা বললেন সেলেব। না, পোস্ট দেখে নেটিজ়েনদের নোংরা মন্তব্যের অপেক্ষা না করে নিজেই এবার নোংরার পিছনে লুকলেন স্তনযুগল। অর্থাৎ এবার পোশাকের যে চমক তিনি সামনে আনলেন তাতে কেবল লেখা ছিল ডার্টি। এই শব্দটাকেই পোশাক বানিয়ে পরলেন তিনি। তবে পোশাকের চমক আর এবার খুব একটা উত্তেজিত করল না ভক্তদের। যা চোখে লাগল, তা হল তাঁর মুখের অবয়ব। এটা উরফি! অনেকেই যেন দেখে চিনতে পারলেন না। ঠিক চেনাই যাচ্ছে না।

 

 

 

সম্প্রতি একাধিক শো-তে উপস্থিত হতে দেখা যাচ্ছে ভাইরাল কুইন উরফি জাভেদকে। তাঁর প্রতিটা লুকই রাতারাতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। দীর্ঘ চর্চিত এই লুকে বারে বারে কটাক্ষের শিকার হলেও তিনি তাঁর যুক্তিতে স্পষ্ট, তাঁর যা ইচ্ছে তিনি তাই পরবেন। তার বাইরে কেউ তাঁকে কোনও উপদেশ দিলে শুনতে নারাজ উরফি জাভেদ। তবে স্পষ্ট কথা বরাবরই বলে থাকেন উরফি জাভেদ। বরাবরই তাঁর মন্তব্য উঠে আসতে দেখা যায় চর্চায়।

 

 

এবারও তার ব্যতিক্রম ঘটল না। তবে তাঁর এই লুক যেন এক কথায় কেউ মেনে নিতে পারলেন না। অনেকেই কড়া ভাষায় আক্রমও করলেন উরফিকে। যাঁরা ভক্ত, তাঁরা যদিও সেলেবের পাশেই থাকলেন, তবে নেটপাড়ায় উরফির এই লুক এবার নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

আরও পড়ুন –  সুশান্ত সিং রাজপুত না অন্য কেউ ‘ধরতে পারবেন না ! হৃতিকের সেটের…

 

কেউ বললেন চিনা, কেউ আবার খুঁজে বেড়ালেন তাঁর আইব্রো অর্থাৎ ভ্রু। চোখের ওপর একটা মাত্র কালো দাগ ভ্রুর নামে। এও সম্ভব! কোথায় গেল উরফির মোটা কালো ভ্রু! এ কী করে ফেললেন তিনি ফ্যাশনের নামে! চিন্তায় ভক্তমহল। সদ্য এমনই লুকে উরফি জাভেদ ধরা দিতেই হয়ে গেলে ভাইরাল।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top