আতিক খুনের তিন দিন পরে যোগী বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশ এখন কেন শান্ত ? উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে প্রাক্তন সাংসদ আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ খুনের পর তিন দিন পরে মুখ খুললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে সরাসরি প্রয়াগরাজ-কাণ্ড নিয়ে কোনও মন্তব্য করলেন না। যোগীর দাবি, ২০১৭ সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে সে রাজ্যে একটিও গোষ্ঠীহিংসার ঘটনা ঘটেনি। তাঁর আগের পাঁচ বছরে (২০১২-১৭) প্রায় ৭০০টি এমন ঘটনার সাক্ষী হয়েছিল উত্তরপ্রদেশ। পুলিশ হেফাজতে প্রাক্তন সাংসদ আতিক আহমেদের খুনের পর ‘মাফিয়ামুক্ত উত্তরপ্রদেশের’ কথা বললেন যোগী।
মাফিয়ারাজের অবসানের পাশাপাশি যোগীর মঙ্গলবারের বক্তৃতায় এসেছে গোষ্ঠীহিংসার প্রসঙ্গও। বিজেপি সরকারের আমলে উত্তরপ্রদেশ গোষ্ঠীহিংসা-মুক্ত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ দাঙ্গার জন্য কুখ্যাত ছিল। শুধু অনেক জেলার নাম শুনলেই মানুষ ভয় পেতেন। এখন ভয় পাওয়ার প্রয়োজন নেই।’’
আরও পড়ুন – মহিলা সরকারি অফিসারকে টেনে হিঁচড়ে বেধড়ক মার বালি চোরদের! দেখুন সেই ভাইরাল..
মঙ্গলবার লখনউ এবং হরদোই জেলায় টেক্সটাইল পার্কের জন্য এক শিল্পগোষ্ঠীর সঙ্গে ‘মউ’ সই কর্মসূচিতে যোগী বলেন, ‘‘উত্তরপ্রদেশে কোনও মাফিয়া আর শিল্পপতিদের হুমকি দিতে পারবে না।’’ বিরোধীদের অভিযোগ, সরাসরি কোনও নাম না করলেও অপরাধীদের জন্য ‘ঠোক দো’ (সাজানো পুলিশি সংঘর্ষে মেরে ফেলা) নিদানের প্রবক্তা যোগী এ ক্ষেত্রে শনিবার রাতে প্রয়াগরাজ হাসপাতাল চত্বরে আতিক-আশরফের খুনের প্রসঙ্গের দিকেই ইঙ্গিত করেছেন।
আরও পড়ুন – হত্যার দুই সপ্তাহ আগেই চিঠি লিখেছিলেন আতিক,‘খুন হলে সুপ্রিম কোর্টকে দিও’, কী…
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)