অবিজেপিশাসিত রাজ্যগুলিতে ঠিকমতো টিকা পাঠানো হচ্ছে না বলে অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই অভিযোগ করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা চিঠিতে কেন্দ্রের দাবি দেশের সবথেকে বেশি টিকা পাঠানো হয়েছে অবিজেপি শাসিত ২ টি রাজ্যে।
কেন্দ্রের তরফ থেকে জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে সবথেকে বেশি টিকা পেয়েছে বিরোধী জোট শাসিত রাজ্য মহারাষ্ট্র। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গের নাম।
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে দেশের সমস্ত মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। সেইমতো বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে টিকা বণ্টনের কাজ করছে তারা। রাজ্যগুলিকে ধৈর্য রাখতে বলা হচ্ছে, টিকার ঘাটতি মেটাতে অতিরিক্ত টিকা তৈরীর ব্যবস্থাও করছে কেন্দ্র।