আপনার জীবনে কী প্রভাব পড়ছে রাশি মিলিয়ে দেখে নিন,রাশি মিলিয়ে দেখে নিন এই ট্রানজিট আপনার জীবনে কী নিয়ে এসেছে।
মেষ রাশি – শুক্র রাশির দ্বাদশে প্রবেশ করছে এবং রাশির দ্বাদশে শুক্র উচ্চস্থ। বড় কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। আপনার অনেকদিনের বড় কোনও ইচ্ছে পূরণ হতে পারে। বিনিয়োগও হবে। বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, অথবা দূরেও কোথাও ভ্রমণ হতে পারে। বিয়ের যোগ তৈরি হচ্ছে। কারও কারও দ্বিতীয় বা তৃতীয় বিয়েও হতে পারে। ঘোরাঘুরি, আনন্দ-ফুর্তির জন্য ভালো সময়। এই সময়ে কান-গলা, লিভার অথবা স্ত্রীরোগের সমস্যা হতে পারে। ব্যাবসায়ীদের জন্য ভাল সময়। আলস্য লাগতে পারে। কামজ চাহিদা বাড়তে পারে। অর্থনৈতিক অবস্থা ভাল হবে। কমিউনিকেশন ফিল্ড অথবা কথার মাধ্যমে কোনও কাজ আপনার সাকসেসফুল হতে পারে। সুতরাং, কথা ভেবেচিন্তে ও গুছিয়ে বলবেন। অতিরিক্ত ব্যয়, খাওয়াদাওয়া, কামজ চাহিদা একটু কন্ট্রোল করা ভাল।
বৃষ রাশি – বৃষ রাশির অধিপতি স্বয়ং শুক্র এবং শুক্র রাশির একাদশে। এখানে শুক্র উচ্চস্থ থাকবে।টাকাপয়সা, ভোগবিলাসের জন্য উত্তম সময়। টাকা পাওয়া প্রাপ্তি, বড় কিছু কেনাকাটা হবে। আপনি এই সময় বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু এবং কে আপনার শত্রু। আইনি, অফিসের আটকে থাকা কাজকর্ম দ্রুত চলতে শুরু করবে। পরীক্ষা ভাল যাবে, বিশেষ করে চাকরির পরীক্ষা। উচ্চশিক্ষার জন্য ভালো সময়। পুরনো কোনও রোগ আবারও দেখা দিতে পারে। অকাল্ট সাইন্স নিয়ে পড়াশোনার যোগ রয়েছে। যাঁরা শিল্পী রয়েছেন তাঁরা ভাল লাভ পাবেন এই সময়ে। নামযশ-খ্যাতি অর্জন হবে। মানুষের সঙ্গে ঝগড়াঝাটি এড়িয়ে চলুন। প্রেমের জন্য সুন্দর সময়, ঘোরাফেরা থাকবে।
মিথুন রাশি – মিথুন রাশি এই সময়ে কাজে খুব ব্যস্ত থাকবে। প্রচুর কাজের চাপ এই সময়ে সৃষ্টি হবে। ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন্য সময়টা ভাল। কাজের জন্য ভ্রমণের সম্ভাবনা আছে। পারিবারিক কোনও কাজ শুরু হতে পারে। পরিবারের সঙ্গে পরামর্শ নিয়ে কোনও কাজ করা ভাল হবে। নিজের জন্য কোনও কাজ বা সিদ্ধান্ত নেওয়ার দারুণ সময় এটা। প্রেম, বিয়ে, রেজিস্ট্রি সবকিছুর জন্য সময়টা ভাল। নতুন প্রেম আসবে। নিজের এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিতে হবে। বিনিয়োগের দিকটা বুঝেশুনে এগোলে লাভ পাবেন। চটজলদি সিদ্ধান্ত নেওয়ার কোনও দরকার নেই।
কর্কট রাশি – সুপ্ত ইচ্ছে পূরণ হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক যাঁদের খারাপ, তাঁদের এই সময়ে সম্পর্ক ভাল হবে। মা এবং পরিবারের সদস্যদের পরামর্শ নিয়ে কোনও কাজ করলে সেটা আপনার লাভ হবে। যে কোনও পড়াশোনার জন্য সময়টা ভাল। খেলাধুলো যাঁরা করছেন তাদের অনেক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। শরীরচর্চা করতে হবে। আধ্যাত্মিক উন্নতি হবে। টার্গেট ভিত্তিক কাজগুলো ভাল হবে। ভ্রমণ হবে। প্রেম-ভালবাসায় ঝামেলা-অশান্তি যতোটা সম্ভব এড়িয়ে যাওয়া এবং বোঝাপড়া করা উচিত হবে।
সিংহ রাশি – নতুন কোনও কেরিয়ার শুরু করার সুযোগ থাকছে এই সময়ে। নানা জায়গা থেকে ফাটকা ইনকামের যোগ তৈরি হচ্ছে। কোনও কিছুর প্রতি আসক্তি বাড়তে পারে। চাকরি এবং যে কোনও পড়াশোনার জন্য ভাল সময়। প্রেম অথবা বৈবাহিক সম্পর্ক গুলো আরও সুন্দর হবে। কিন্তু অবৈধ সম্পর্কেও জড়িয়ে যেতে পারেন কেউ কেউ। কারও সত্যি সামনে আসতে পারে এই সময়। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। ব্যাংকের কাজ চোখকান খোলা রেখে করবেন। কাউকে টাকাপয়সা ধার দেবেন না। পুরনো টাকাপয়সা উদ্ধার হতে পারে। অকাল্ট সাইন্স, আর্ট নিয়ে যাঁরা কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো। চনমনে থাকবেন, আনন্দের মধ্যেই কাটবে সময়টা।
কন্যা রাশি – সোশ্যাল ওয়ার্কারদের জন্য সময় ভাল। বিবাহযোগ তৈরি হচ্ছে। বিয়ের জন্য কথাবার্তা এগোতে পারেন, সময়টা খুব ভালো। এই মাসে ভ্রমণ করলে একটু সাবধানে যাবেন, সবকিছু গুছিয়ে নিয়েছেন তো সেগুলো একবার দেখে নেবেন। তাড়াহুড়োয় সমস্যায় পড়তে পারেন। প্রেম আসতে পারে জীবনে। চলতি প্রেমে বা বৈবাহিক জীবনে ভালোবাসা, রোম্যান্স আরও বাড়বে, বন্ডিং স্ট্রং হবে। পার্টনারের সঙ্গে নতুন কাজ বা ব্যবসা শুরু করতে পারেন। ভ্রমণের জন্য সমুদ্র আছে এমন কোথাও যেতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ আছে। মায়ের সঙ্গে সম্পর্কে পজিটিভ পরিবর্তন আসবে। পরিবারের কারও সঙ্গে ব্যবসা শুরু করতে পারেন। কোনও ব্যাবসায় ইনভেস্ট করলে একটু ভেবেচিন্তে করবেন।
তুলা রাশি – চাকরির জন্য যাঁরা অধীর অপেক্ষায় ছিলেন তাঁরা চাকরি পাবেন। কাজের জায়গায় ডিস্টার্বেন্স থাকলে এই বৃহস্পতি আর শুক্রের সংযোগে ঝামেলাটি, শত্রুতার থেকে মুক্তি পাবেন। আইনি মামলা-মোকদ্দমায় জেতার সম্ভাবনা আছে। কম্পিটিশন বাড়বে, কেরিয়ারে ফোকাস বাড়বে। সহকর্মীদের সঙ্গে অযথা কথা-কাটাকাটি হতে পারে। মহিলাদের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়াবেন না। নতুন কোনও স্কিল শিখতে পারেন, লং রানে আপনাকে সাহায্য করবে। সমস্যা হলে, সমাধান থাকবে।
বৃশ্চিক রাশি – শিক্ষাক্ষেত্রে সাফল্য রয়েছে। সন্তানদের পড়াশোনার জন্য ভাল সুযোগ আসবে। বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ আসবে। প্রফিটেবল কোনও ব্যবসায় ইনভেস্ট করতে গেলে ভেবেচিন্তে করতে হবে। সম্পর্কে রোম্যান্স বাড়বে। স্পিরিচুয়ালিটিতে আগ্রহ, মন্ত্র জপ এগুলো করার ইচ্ছে এগুলো বাড়বে। ধনপ্রাপ্তি হওয়ার বড় সুযোগ আসবে।
ধনু রাশি – মায়ের অথবা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিতে হবে। বাড়িতে ঝামেলা-অশান্তি হতে পারে। ঘরবাড়ি বা জমি কেনায় একটু সমস্যা আসবে। বড় দাদা বা দিদির সাহায্যে কোনও কাজ হতে পারে। ঘরের দিকে বেশি করে ধ্যান দিতে হবে। আর্থিক ক্ষয়ক্ষতি এই মুহূর্তে হতে পারে কিন্তু পরবর্তীকালে এই ক্ষয়ক্ষতি পূরণ হয়ে যাবে।
মকর রাশি – কমিউনিকেশন, টেকনোলজি ফিল্ডে যারা আছেন তারা এই মেজর কোনও ভাল পরিবর্তন দেখতে পাবেন। নতুন নতুন ভাল আইডিয়া আসবে কাজ নিয়ে। ভাল গুরুর সান্নিধ্যে আসবেন। শিক্ষাক্ষেত্রে সাফল্য রয়েছে। কেরিয়ারের জন্য নতুন কোনও স্কিল শিখতে হতে পারে। নিজেদের কমিউনিকেশনের উপর নজর দিতে হবে। ভুলভাল কথা বললে হবে না। কোথায় কী বলছেন, সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছেন সেগুলো ভেবেচিন্তে করবেন নয়তো সমস্যায় পড়বেন। ছোটো ভাইবোনের থেকে সাহায্য পাবেন।
কুম্ভ রাশি – আয় ভাল হবে। সেভিংস করতে পারবেন। চাকরিতে প্রমোশন, ব্যবসায় গ্রোথ থাকবে। বন্ধুদের সঙ্গে সময় ভাল কাটবে। ঘোরাফেরা থাকবে। বিদেশ ভ্রমণের যোগ আছে। চলতি প্রেমে বাধা আসতে পারে। বিবাহিত দম্পতিদের মধ্যেও ঝামেলা হতে পারে।
মীন রাশি – জীবনে ট্রান্সফরমেশন, পজিটিভ শিফট আসবে। প্রথমে সমস্যা বা কঠিন মনে হবে, কিন্তু ট্রান্সফরমেশন পরে অনেক ভাল সুযোগ এনে দেবে। কাজেকর্মে অনেক এফোর্ট দিতে হবে। পুরনো বন্ধু জীবন থেকে চলে যাবে যা আপনাদের জন্য ভালো নয় আবার নতুন বন্ধু জীবনে আসবে যা আপনাদের জন্য ভাল, এই বন্ধু আপনাকে জীবনে ভাল থাকতে সাহায্য করবে। নতুন যোগাযোগ বাড়বে। কাছেপিঠে বা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। জীবনে অনেক অনেক ভাল পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে যত বেশি স্পিরিচুয়ালিটি নিয়ে সময় কাটানো যাবে, তত ভাল হবে।
আরও পড়ুন – লাইনচ্যুত হাওড়া- আমতা লোকাল ট্রেন, আহত একাধিক, লাইনচ্যুত হল লোকাল ট্রেন
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গত ১৫ ফেব্রুয়ারী থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত শুক্র তার উচ্চ গৃহ অর্থাৎ তুঙ্গ গৃহ মীন রাশির ঘরে উপস্থিত থাকছে। শুক্র এখানে প্রায় ১২ বছর পর সক্ষেত্রী বৃহস্পতি এবং তুঙ্গস্থ শুক্রের সংযোগ তৈরি হচ্ছে দেবগুরু এবং দৈত্যগুরু যোগ। এই সংযোগ আমাদের জীবনে কি প্রভাব ফেলবে l