দীর্ঘ আট সাড়ে আট মাস পর খুলছে ভিক্টোরিয়া, জাদুঘর সায়েন্স সিটিসহ বিড়লা তারা মণ্ডল

দীর্ঘ আট সাড়ে আট মাস পর খুলছে ভিক্টোরিয়া, জাদুঘর সায়েন্স সিটিসহ বিড়লা তারা মণ্ডল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৯ নভেম্বর ২০২০ : কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা চারটি দর্শনীয় স্থান যথা -ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, সায়েন্স সিটি ও বিড়লা ইন্ডাস্ট্রিয়্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম লকডাউন ও করোনা আবহে ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। প্রায় সাড়ে আট মাস পর কলকাতার উল্লেখযোগ্য এই দর্শনীয় স্থানগুলি ফের নিউ নর্মালে মঙ্গলবার থেকে খুলতে চলেছে

কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে , আগামী মঙ্গলবার অর্থাত্‍ ১০ নভেম্বর থেকে কলকাতার এই চারটি দর্শনীয় স্থান খুলে যাচ্ছে। তবে প্রত্যেককে কঠোরভাবে করোনা বিধি মানতে হবে। অনলাইনে টিকিট কাটতে হবে। সংস্কৃতি মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, দর্শনীয় স্থানের প্রত্যেক নিরাপত্তারক্ষী পিপি পরে থাকবেন। প্রবেশ পথে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । সকলকে শারীরিক দূরত্ব মানতে হবে । প্রতি গ্যালারিতে ২০-২৫ জন দর্শক থাকতে পারবেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রাণী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ ।

আরও পড়ুন…আগুন লেগে ভস্মিভূত ছটি কারখানা

কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়্যাল মিউজিয়ামের প্রধান আকর্ষিত ভূগর্ভস্থ কৃত্রিম কয়লা খনি, খরগোশের ঘর, সাপের গর্ত, অ্যাকোয়ারিয়াম, পক্ষিশালা, বনসাই ,ফণীমনসা বাগান,টেলিভিশন এবং বৈজ্ঞানিক চলচ্চিত্র প্রদর্শনী প্রভৃতি সব কিছুই শীতের আমেজে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top