ধোসায় নেই আলুর মশলা, আছে শুধু গুলাব জামুন আর আইসক্রিম, দেখুন , সোশ্যাল মিডিয়ায় প্রায়শই বিভিন্ন ধরনের খাবারের ভিডিয়ো ভাইরাল হয়। ম্যাঙ্গো পিৎজা থেকে শুরু করে ঢ্যাঁড়স ফুচকা, আরও কত কী। আর এই সব ভিডিয়ো দেখে খাদ্য রসিকদের মাথায় হাত পড়ে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বুর্জ খলিফার মতো দেখতে ধোসা ভাইরাল হয়েছিল। তা খেতে দোকানের বাইরে লম্বা লাইন পড়েছিল মানুষের। কিন্তু এবার ধোসার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে হতাস হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। যারা মিষ্টি খেতে ভালসাবেন, তাদের অবস্য ভাল লাগতে পারে। দোসার ভিতর আলুর পুরের জায়গায় দেওয়া হচ্ছে আইসক্রিম আর গোলাপ জামুনের পুর। ভিডিয়োটি দেখুন একবার।
@Sharanyashettyy নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 15 হাজারের বেশি মানুষ এটি দেখেছেন। অনেকে লাইকও করেছেন। প্রচুর মানুষ কমেন্টও করেছেন। কেউ কমেন্টে লিখেছেন,”এসব দেখাও পাপ। কেউ কীভাবে এমন আইসক্রিমের পুর দেওয়া দোসা খেতে পারে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আলুর পুর থেকে শুরু করে চিকেন পর্যন্ত মানা গিয়েছিল। কিন্তু তাই বলে এবার এতে মিষ্টিও দিয়ে দেবে?” আরও একজন লিখেছেন, “দেখে খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না।”
আরও পড়ুন – ধোনির অবসর পোস্টে গিয়ে আর্জি ভক্তদের,
Will you eat this? pic.twitter.com/UtNt935Hpd
— Maya (@Sharanyashettyy) August 10, 2023
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিক্রেতা ধোসার মধ্যে আইসক্রিম রেখে তার উপরে গোলাপ জামুন রেখে দেন। তারপরে তা পুরো ধোসায় ছড়িয়ে দেন। এমনকি সেই পুরকে আরও সুন্দর করে তোলার জন্য বাদামের গুড়ো ছড়িয়ে দেন। আর এই ভিডিয়ো দেখেই চোখ কপালে উঠেছে অধিকাংশ নেটিজেনের।
(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)