নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ২৯ ডিসেম্বর ২০২০ : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার বাংলায় বিদ্যাসাগর কো-অপারেটিভ ব্যাংকে চুরির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে ব্যাংকের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে খবর দেওয়া হয় পিংলা থানার পুলিশকে। খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে সকালবেলায় কপাট খুলতেই এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাগজপত্র পাশাপাশি নথিপত্র রাখার আলমারি খোলা অবস্থায় রয়েছে। বেশ কিছু মূল্যবান নথিপত্র খোয়া গিয়েছে তবে এখনই টাকার অংক বলা যাচ্ছে না। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।
আরও পড়ুন…নিখোঁজ ব্যাক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে