রাস্তা ও নর্দমার দাবিতে  চিত্তরঞ্জন নিয়ামতপুরে  গ্রামবাসীদের   রাস্তা অবরোধ

রাস্তা ও নর্দমার দাবিতে  চিত্তরঞ্জন নিয়ামতপুরে  গ্রামবাসীদের   রাস্তা অবরোধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৩০ ডিসেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান,কুলটি: কুলটি বিধানসভার চলবলপুর আশ্রম পাড়ার মানুষের অভিযোগ ২৫ বছর ধরে তাদের পাড়ায় না হয়েছে রাস্তা না হয়েছে নর্দমা। বহু বার কাউন্সিলার থেকে শুরু করে বিধায়ক,মেয়র কে লিখিতভাবে জানানো হয়েছে।

ইঞ্জিনিয়ার এসে মাপ করে,পরিদর্শন করে গেছে কিন্তু কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে অবশেষে রাস্তার উপর বসে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। আশ্রম পাড়া গ্রামবাসী মনোতোষ মুখার্জী জানান বহুবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে রাস্তা ও নর্দমার নিয়ে সবাই মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়ে গেছে কিন্তু গ্রামবাসীরা না পেয়েছে রাস্তা না পেয়েছে নর্দমা । তাই বাধ্য হয়ে আজ নিয়ামতপুর চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করা হলো। আমাদের দাবি অবিলম্বে গ্রামের রাস্তা ও নর্দমা করতে হবে না হলে এই অবরোধ চলতে থাকবে।  প্রায় ২০মিনিট রাস্তা অবরোধ চলার  ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয়। অবশেষে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ আসে এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাদের আশ্বাস দেন তাঁদের  এই সব অভিযোগ বিধায়কের কাছে জানানো হবে  এবং তাঁদের অভিযোগ পূরণ করা হবে,এই আশ্বাস পেয়ে বিক্ষোভ কারীরা অবরোধ তুলেনেন।

আরও পড়ুন…ভবঘুরে,  আশ্রয়হীন অসহায় মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করল ইসলামপুর পৌরসভা

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top