নতুন রাজনৈতিক দল গড়তে পারেন মোর্চা নেতা বিনয় তামাং (Vinay Tamang)। চড়ছে এমন জল্পনা। সুত্রের খবর, পাহাড়ের রাজনৈতিক সমীকরণ সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে নতুন দল তৈরি করতে চলেছেন মোর্চা নেতা বিনয় তামাং।
শুক্রবার নিজের নতুন দল তৈরি কথা ঘোষণা করেন বিনয় (Vinay Tamang)। তিনি জানান কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নতুন দল গঠনের। সেইমতো নতুন দল তৈরি প্রক্রিয়া শুরু হয়েছে খুব সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দল গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তারপর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হবে।
আরও পড়ুন অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ‘বেল বটম’ সিনেমা নিষিদ্ধ হলো সৌদি আরব, কাতার ও কুয়েতে
তবে বিনয় তামাংয়ের (Vinay Tamang) নেতৃত্বে নতুন দলের লক্ষ্য কী হবে এ প্রসঙ্গে জানাতে গিয়ে বিনয় বলেন, গোর্খাদের সম্মান এবং তাদের অধিকার রক্ষায় হবে তার দলের প্রধান লক্ষ্য। গোর্খাল্যান্ড প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
বিনয় বলেন আন্দোলন বা অশান্তি করে গোর্খাল্যান্ড করা সম্ভব নয় আলোচনার মাধ্যমেই এই দাবি পূরণ হতে পারে। তার দল আলোচনার পথে থাকবে। তবে সেক্ষেত্রে পাহাড়ের মাটিতে কোনরকম অশান্তি বরদাস্ত তার নতুন দল করবেনা,
বিনয় তামাং সাফ জানিয়ে দেন, পাহাড়ে যেমন উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের ধারা বজায় রাখার দায়িত্ব রয়েছে তাদের। তাই পাহাড়ের উন্নয়নের ধারা বজায় রেখে সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে হবে।
এদিকে পাহাড়ে রাজনৈতিক মহলের মতে সাম্প্রতিককালে বিমল গুরুংয়ের সঙ্গে বিনয় তামাঙের একাধিকবার মুখোমুখি বৈঠক হয়েছে । ফলে ধরে নেওয়া যেতে পারে বিনয় তামাং এর নতুন রাজনৈতিক দলের লক্ষ্য হবে বিজেপির বিরোধিতা। আর যদি তার রাজনৈতিক দল গোর্খা জনমুক্তি মোর্চা কে সরাসরি সমর্থন করে তাহলে তা বিজেপির পক্ষে অত্যন্ত অস্বস্তিকর হবে বলে মনে করা হচ্ছে।