VIP রোডের কৈখালীতে উদ্বোধন হলো ‘পঞ্চাশ শয্যা বিশিষ্ট সেফ হোম’।

VIP রোডের কৈখালীতে উদ্বোধন হলো ‘পঞ্চাশ শয্যা বিশিষ্ট সেফ হোম’।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১২ই মে ২০২১ বাগুইহাটি:– রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সীর উদ্যোগে এবং বিধাননগর পৌর নিগমের স্বাস্থ্য দফতরের সহোযোগিতায় রাজারহাট গোপালপুর বিধানসভাবাসীর জন্য ভিআইপি রোডের কৈখালীতে উদ্বোধন হলো ‘পঞ্চাশ শয্যা বিশিষ্ট সেফ হোম’।

বুধবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, বিধাননগর পুর প্রশাসক কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চ্যাটার্জি বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য দেবরাজ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।

(উপস্থিত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,সাংসদ সৌগত রায়,কৃষ্ণা চক্রবর্তী, বিধায়ক তাপস চ্যাটার্জি,অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা)

বিধায়ক অদিতি মুন্সী বলেন, এখানে আপাতত পঞ্চাশ টা বেড নিয়ে শুরু করেছি আমাদের চলাটা। ২০ টা মহিলাদের জন্য এবং ৩০ টা পুরুষদের বেড দিয়ে। আরো পরিস্থিতি বুঝে আরো বাড়ানোর চেষ্টা করব। যাদের বাড়িতে থেকে হোম আইসোলেশন করতে পারে না সেটা যেন এখানে এসে করতে পারে তার ব্যবস্থা থাকছে। ২৪ ঘন্টার জন্য তিনজন ডাক্তার এবং ৮ জন নার্স থাকবে। ১৫ জন ভলান্টিয়ার থাকছে। প্রাইমারি লেভেলে যা ট্রিটমেন্ট করণীয় সব করার ব্যবস্থা থাকছে। অক্সিজেন সাপোর্ট থাকছে। যাদের এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি তাদের প্রবলেম হলে আমাদের ডাক্তারের সঙ্গে কনসল্ট করতে পারবেন। অক্সিজেনের সমস্যা হলে নীচে অক্সিজেন পার্লার রাখা হয়েছে সেখান থেকে অক্সিজেন নিতে পারবেন। আমাদের হেল্পলাইন নম্বর থাকবে সেই নম্বরে যোগাযোগ করে এখানে ভর্তি হতে পারবেন।

                                      (পঞ্চাশ শয্যা বিশিষ্ট সেফ হোম)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top