Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
রবিবার সন্ধ্যার পর থেকেই ভিআইপি রোডে স্বাভাবিক যান চলাচল ব্যাহত

রবিবার সন্ধ্যার পর থেকেই ভিআইপি রোডে স্বাভাবিক যান চলাচল ব্যাহত

রবিবার সন্ধ্যার পর থেকেই ভিআইপি রোডে স্বাভাবিক যান চলাচল ব্যাহত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রবিবার সন্ধ্যার পর থেকেই ভিআইপি রোডে স্বাভাবিক যান চলাচল ব্যাহত

মহালয়া তিথির পরের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় ভিআইপি রোডে স্বাভাবিক যান চলাচল থমকে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই উল্টোডাঙা থেকে শ্রীভূমি পেরিয়ে লেকটাউন মোড় পৌঁছতে কাল গাম ছুটতে শুরু করল যানবাহন চালকদের। একই পরিস্থিতি ছিল কেষ্টপুর থেকে উল্টোডাঙা আগামী সার্ভিস রোডের ক্ষেত্রেও। মহালয় দিন থেকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মন্ডপ। মহালয়ার রাতেও কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন আগে ভাগে পূজো মণ্ডপ আর প্রতিমা দেখার জন্য।

আরও পড়ুনঃ স্বপ্নদেশ এ শুরু মহিষাদলের রায়বাড়ির ৪৫০ বছরের সুপ্রাচীন দুর্গাপুজো আজও অমলিন ঐতিহ্যে

শনিবার রাতেই বলিউড অভিনেত্রী বিদ্যা বালান হাজির হয়েছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মন্ডপে। ফলে ভিড় সামলাতে নাস্তানাবুদ পরিস্থিতি হয়েছিল স্থানীয় লেকটাউন থানার পুলিশের। তার মধ্যে মিডিয়ার ছবি তুলতে ধাক্কাধাক্কি ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সদস্যদের। এদিকে রবিবার সন্ধ্যার পরেই ভিআইপি রোডে যান চলাচল স্বাভাবিকভাবে বাধা প্রাপ্ত হওয়ায় হ্যান্ড মাইক নিয়ে ভিআইপি রোডে ধরে সচেতনতা প্রচার শুরু করে পুলিশ। কিন্তু এই কটা দিন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।

 

শনিবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে ভিআইপি রোডের দু পাশে বেআইনি পার্কিংয়ের পালা। মোটরসাইকেল স্কুটি আর চার চাকার গাড়ি নিয়ে যারা আসছেন আগেভাগে ফাঁকায় ফাঁকায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে ঢুকে পড়ছেন সেখানে। বিপত্তি এখানেই। ভিআইপি রোডে যান চলাচলের প্রশস্ত রাস্তা ছোট হয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করার জন্য হ্যান্ড বাইকে প্রচার অনবরত চলছে। কিন্তু শারদ উৎসবে মেতে ওঠা বাঙালির সেদিকে কোন হুশ নেই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোকে কেন্দ্র করে তাই ইএম বাইপাস থেকে শুরু হচ্ছে যানজট। ইএম বাইপাস থেকে যারা এয়ারপোর্টের দিকে যাবেন তাদের উল্টোডাঙার উড়ালপুল পেরিয়ে গোলাঘাটা লেকটাউন হয়ে দমদম পার্ক পৌঁছতে কাল ঘাম ছুটে যাচ্ছে।

 

এবছর ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী এই পুজোর উদ্বোধন করেছেন। কিন্তু তার স্পষ্ট নির্দেশ রয়েছে প্রশাসনের প্রতি দুর্গাপূজোকে কেন্দ্র করে যেন ভিআইপি রোডে যান চলাচল ব্যাহত না হয়। চতুর্থী তিথি ঢের দেরি। কারণ ওই দিন থেকে ভিড় সামলাতে রাস্তায় নামবে পুলিশ ফোর্স। তাই এই তিন দিন যারা ভিআইপি রোড দিয়ে চলাচল করবেন হাতে সময় নিয়ে কিন্তু বেরোতে হবে। কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডপে হাজার হাজার মানুষের ভিড়।

 

দুর্গা পুজোর আগে শেষ রবিবারে অনেকেই মার্কেটিং সেরে ঢুকে পড়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। ফলে সোমবার থেকে আরও চার থেকে পাঁচ দিন অফিস ও স্কুল খোলা থাকছে। তাই অফিস ফেরার পথে কিম্বা স্কুল থেকে আসার পথে অনেকেই হঠাৎ ঢুকে পড়তে পারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মন্ডপে। যদিও বিধাননগর কমিশনারেটের ট্রাফিক দপ্তরের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের মন্তব্য, পঞ্চমী থেকে কোন পার্কিং অনুমোদিত হবে না ভিআইপি রোডে। মাঝে এ ক’দিন একটু মানিয়ে নিতে হবে।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top