বিড়ালের সাথে তুমুল লড়াইয়ে বাঁদর ছানা, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। তাই কোনো ঘটনা ঘটলে সেই মূহুর্তটি ক্যামেরাবন্দী করতে কেউ ভোলেনা। যেহেতু এখন সকলের কাছে রয়েছে স্মার্টফোন তাই ভিডিও করতে ব্যস্ত থাকেন সবাই। আর তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।একের পর এক শেয়ারের ফলে সেই ভিডিও পৌঁছে যায় আরও অনেক মানুষের কাছে।
যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বা কোনো প্ল্যাটফর্মে আছেন তারা ভাইরাল নামক শব্দটির সঙ্গে বহুল পরিচিত। আর তাই বর্তমান জীবনে অবসর সময়ের সঙ্গী এখন স্মার্টফোন।
আর সেই স্মার্টফোনের যেকোনো সোশ্যাল হ্যান্ডেলে আমরা প্রায়শই ভাইরাল ভিডিও দেখে থাকি। সেখান যেমন ভাইরাল হয় নানান পশুপাখির কান্ডকারখানার ভিডিও, তেমনি মানুষের নানান কার্যকলাপের ভিডিও আমরা ভাইরাল হতে দেখি। তাই সামাজিক মাধ্যমে যারা আছেন তারা সকলেই ভাইরাল শব্দটির সঙ্গে পরিচিত। সামাজিক মাধ্যমে প্রতিদিন ভাইরাল হয় বিভিন্ন স্বাদের ভিডিও ও ছবি। করোনার জেরে লক ডাউনের ফলে সামাজিক মাধ্যমের ব্যবহার বেড়ে গিয়েছে।
আরও পড়ুন – ফলবিক্রেতা মহিলার বিরাট বার্তা !আপনি কুর্নিশ না জানিয়ে থাকতে পারবেন?
বিড়াল যখনই হনুমানটিকে কিছু করতে যায় তখনই সে গাছের ডালে চড়ে বসে। এখন ভাইরাল নেট দুনিয়ায়। প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন। অনেকে মন্তব্য করেছেন। সম্প্রতি ইউটিউব প্ল্যাটফর্মে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একটি হনুমান ও একটি বিড়ালকে দেখা যাচ্ছে। হনুমান যেমন খুব সহজে গাছের ডালে চড়ে বসতে পারে কিন্তু বিড়ালের কাছে তা কষ্টসাধ্য। আর সেই কারণে ভিডিওতে দেখা যাচ্ছে গাছের নীচে বসে রয়েছে একটি বিড়াল। আর তাকে বারবার উত্ত্যাক্ত করছে হনুমানটি। কখনও লেজ ধরে টানছে আবার কখনও পশম ধরে।