অন্য মেজাজে বিরাট ! সঙ্গী দু’বছরের মেয়ে ভামিকা।

অন্য মেজাজে বিরাট ! সঙ্গী দু’বছরের মেয়ে ভামিকা।

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অন্য মেজাজে বিরাট ! সঙ্গী দু’বছরের মেয়ে ভামিকা। আইপিএলের (IPL 2023) বাইশ গজে সুপারহিট তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে ধারাবাহিক পারফরম্যান্স বিরাট কোহলির ব্যাটে। তা সত্ত্বেও হারের সরণী থেকে বেরিয়ে আসতে পারছে না আরসিবি (RCB)। সোমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ বলে ব্যাঙ্গালোরের হার অবাক করে দিয়েছে সমর্থকদের। ঘরের মাঠে হারের দিনেও ৬১ রানের ইনিংস খেলেছেন বিরাট। ম্যাচের পর কোহলির মুখ চোখের অবস্থা বলে দিচ্ছিল, কতটা হতাশ তিনি। সোমবারের ম্যাচটা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইছেন কোহলিরা। তাই ঘরের মাঠে পরাজয়ের ২৪ ঘণ্টার পার হওয়ার আগেই পুলের জলে নেমে পড়লেন বিরাট (Virat Kohli)। সঙ্গী ছোট্ট ভামিকা। আরসিবির হারে হতাশ সমর্থকদের চোখ জুড়িয়ে দিয়েছে এই ছবি। নেটিজেনদের হৃদয় গলে পাঁক।

 

 

 

 

এ বারের আইপিএলে বিধ্বংসী ইনিংসে শুরু করেছিলেন বিরাট কোহলি। ঘরের মাঠে প্রথম ম্য়াচে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। কিন্তু ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হতাশায় মাঠ ছাড়েন। ওপেনিং জুটি ব্য়র্থ হওয়ায় ক্রমশ চাপ বাড়ে আরসিবি টিমের ওপরও। টিম আরসিবি এবং ব্য়ক্তিগত ভাবে বিরাট কোহলির দিকেও নজর ছিল চিন্নাস্বামীতে। ৪৪ বলে ৬১ রানে ফেরেন বিরাট কোহলি। তাঁর এই ইনিংসে ৪টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি রয়েছে। আইপিএলে এখনও অবধি সব মিলিয়ে ১৪টি দল খেলেছে। এর মধ্যে প্রথম ব্য়াটার হিসেবে ১৩টি দলের বিরুদ্ধে অর্ধশতরানের নজির গড়লেন বিরাট কোহলি।

 

 

আরও পড়ুন –  কয়লা পাচার মামলা! বিকাশ মিশ্রের বয়ান রেকর্ড, অবশেষে বিকাশ মিশ্রকে হেফাজতে নিয়ে…

 

 

কোহলি ফ্যামিলি এখন ব্যাঙ্গালোরে। আইপিএলের কারণে দু’মাসের জন্য ব্যাঙ্গালোরই বিরাটের ঘরবাড়ি। সোমবারের ম্যাচের আগে মেয়ে ভামিকাকে নিয়ে বিরাটের পৌঁছে গিয়েছিলেন অনুষ্কা শর্মা। গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করেছেন। আরসিবির পরের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ এপ্রিল। হাতে বেশ খানিকটা সময়। স্ত্রী ও মেয়ে কাছে থাকায় মঙ্গলবারের সকালটা পরিবারের সঙ্গে হোটেলের পুলে কাটালেন বিরাট। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করেছেন বিরাট। মেয়ের জন্যই ছবিটি পিছন থেকে তোলা। ক্যাপশনে লাভ ইমোজি দিয়ে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট। অ্যাকোয়া ব্লু ও গোলাপি রঙের সুইমস্যুটে ভামিকা। পুলের ধারে বাবা-মেয়ের জুটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top