করোনায় শূন্য বুটিকের ভার্চুয়াল র‍্যাম্প শো

করোনায় শূন্য বুটিকের ভার্চুয়াল র‍্যাম্প শো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ৮ অক্টোবর ২০২০  পূর্ব মেদিনীপুর: মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা দেশ জর্জরিত ঠিক তখন স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে ভারতবর্ষে এই প্রথম বার ভার্চুয়াল র‍্যাম্প  শো অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের প্রত্যাশা গেস্ট হাউসে আয়োজনে শূন্য বুটিক।

সামনে দূর্গা পূজা উপলক্ষে এবং লকডাউনের কথা মাথায় রেখে শূন্য বুটিক তাদের পূজোর কালেকশান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের ভার্চুয়াল র‍্যাম্প শোর আয়োজন করেন। এই লকডাউন পরিস্থিতিতে বুটিকের কর্মীরা পুনরায় তাদের কাজ ফিরে পেয়ে  খুব আনন্দিত ও উৎসাহিত হয়েছেন।

আরও পড়ুন…গাড়ির চাকা থেকেই ভাইরাস ছড়াতে পারে, মন্তব্য মুখ্যমন্ত্রীর

শুধু কর্মীরাই নয় এই র‍্যাম্প শো তে অংশ গ্রহণ করতে আসা মডেলরাও পুনরায় তাদের কাজে ফিরে আসার জন্য এবং তাদের কাজ ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই ফ্যাশান  শো তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মডেল রা অংশ গ্রহণ করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top