কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর বাড়ি থেকেই ভোট (Vote) পরবর্তী হিংসার তদন্ত শুরু করল সিবিআই

কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর বাড়ি থেকেই ভোট (Vote) পরবর্তী হিংসার তদন্ত শুরু করল সিবিআই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Vote
কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর বাড়ি থেকেই ভোট ( Vote ) পরবর্তী হিংসার তদন্ত শুরু করল সিবিআই
ছবি সংগ্রহে সাইন টিভি

ভোট ( Vote ) পরবর্তী হিংসার তদন্ত শুরু করে দিল সিবিআই। সোমবার সকালে কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পরিবারের সদস্যদের একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গেছে।

 

আর ও পড়ুন    আজব ঘটনা (Strange fact), পাহাড় থেকে গড়িয়ে পড়ছে দুধ, আবার খনিক দূরে গিয়ে তা দুধে পরিণত হচ্ছে

 

ভোটের ( Vote ) ফল ঘোষণার রাতেই খুন হয়েছিলেন তরুণ অভিজিৎ। তিন বার তাঁর দেহের ময়নাতদন্তও হয়েছিল। শেষে বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে অভিজিতের ডিএনএ টেস্টের নির্দেশও দেয় কলকাতা হাই কোর্ট। ভোট ( Vote ) পরবর্তী হিংসার তদন্ত শুরু করে প্রথমেই তাঁর বাড়িতেই এলেন সিবিআই অফিসাররা।

 

প্রসঙ্গত, রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রর কাছে ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনার যাবতীয় তথ্য চেয়েছে সিবিআই। খুন, ধর্ষণ, গণধর্ষণের কটা অভিযোগ জমা পড়েছে, তার কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাতে বলা হয়েছে। মানবাধিকার কমিশনের রিপোর্টের সঙ্গে সেগুলি মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

একই সঙ্গে সল্টলেকের সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেস থেকে এই মামলার তদন্ত প্রক্রিয়া চালাতে রাজি নয় সিবিআই। এ জন্য পোর্ট ট্রাস্টের অফিসকেই অস্থায়ী বেস ক্যাম্প বানাতে চায় তারা। সিবিআই সূত্রে দাবি, নারদ মামলার তদন্তের সময় যেভাবে তৃণমূল কর্মীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজাম প্যালেসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। এবার যাতে সেরকম না হয়, তাঁর জন্য আগে থেকেই সাবধান সিবিআই।

 

ভোটের ( Vote ) ফল ঘোষণার রাতেই খুন হয়েছিলেন তরুণ অভিজিৎ। তিন বার তাঁর দেহের ময়নাতদন্তও হয়েছিল। শেষে বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে অভিজিতের ডিএনএ টেস্টের নির্দেশও দেয় কলকাতা হাই কোর্ট। ভোট ( Vote ) পরবর্তী হিংসার তদন্ত শুরু করে প্রথমেই তাঁর বাড়িতেই এলেন সিবিআই অফিসাররা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top