W.B.T.S.T.A -এর মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষা কনভেনশন ও কৃতি ছাত্র ছাত্রী ও গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৭ই জুলাই বহরমপুর রবীন্দ্রসদনে l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মহঃ সোহরাব হোসেন,ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন,কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ সুজাতা বান্দ্যোপাধ্যায়,ডি.আই পূরবী দে বিশ্বাস সহ বহু বিশিষ্ট বেক্তিবর্গ l