Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ত্বককে উজ্জ্বল ঝকঝকে দেখাতে চান? মনভোরে 'চা' পান করুন তাহলে

ত্বককে উজ্জ্বল ঝকঝকে দেখাতে চান? মনভোরে ‘চা’ পান করুন তাহলে

ত্বককে উজ্জ্বল ঝকঝকে দেখাতে চান? মনভোরে ‘চা’ পান করুন তাহলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ৩০ জুলাই ২০২১: নিজের ত্বককে তরতাজা, উজ্জ্বল, সতেজ দেখাতে কে না ভালোবাসে। আর এই জন্যই নানান রকম উপকরণও মুখে ব্যাবহার করে থাকেন অনেকে। তবে, বিশেষেজ্ঞরা বলছেন চা খেলে আপনি পেতে পারেন তরতাজা ত্বক।

কিন্তু কেন? হঠাৎই বা চা এর মধ্যে কি এমন উপাদান থাকে যা আপনার ত্বককে সতেজ রাখতে সাহায্য করবে? আসলে একাধিক বিশেষজ্ঞ এর মতে , চা এর মধ্যে থাকে আন্টিঅক্সিডেন্ট। যা ত্বকের যাবতীয় জীবাণু দূর করতে সাহায্য করে। আর এর জন্যই চা পান করলে আপনি পেতে পারেন উজ্জ্বল ঝকঝকে ত্বক।

এক কাপ চা কিভাবে আপনার ত্বককে সতেজ রাখবে জেনে নিন একনজরে,

প্রথমত , চা আপনার ব্রণর সমস্যা দূর করবে। বিশেষজ্ঞের মোতে যারা অতিরিক্ত চা পান করেন তারা ব্রণর সমস্যা থেকে দূরে থাকেন।
দ্বিতীয়ত, বিশেষজ্ঞরা বলছেন, শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় অতিরিক্ত চা পান করলে। আর তার জেরেই ত্বক হয়ে ওঠে অত্যন্ত স্বাস্থ্যকর।
তৃতীয়ত , আপনি যদি কোনো কাজ করার থেকে এক্কেবারে নিস্তেজ হয়ে পড়েন তাহলে এক কাপ চা পান করলে নিমিষেই আপনি অনেকটা সতেজ হয়ে পড়বেন , যার ফল আপনার ত্বকের মধ্যে দিয়েও দেখা যাবে। একইসঙ্গে আপনার মানসিক অবসাদ বা ক্লান্তি থেকেও নিজেকে দূরে রাখতে পারবেন।


আর এই সব কিছুর মধ্যেই মূল বিষয়টি হল আপনার মন ভালো রাখা। অত্যন্ত অবসাদ , ক্লান্তি গ্রস্থ অবস্থায় যখন আপনি এক কাপ চা পান করবেন তখনি বিশেষজ্ঞরা বলছেন আপনার ত্বকেও একটি সতেজ ভাব চলে আসবে । তাই মনভরে চা পান করুন এবং নিজেকে সতেজ ও উজ্জ্বল রাখুন।

আরো পড়ুন…আপনার কি ঠোঁটে তিল আছে ? জেনে নিন শরীরের বিভিন্ন অংশের তিল কীসের ইঙ্গিত

তবে অব্যশই এই ক্ষেত্রে একটি বিষয় নজরে রাখা অত্যন্ত প্রয়োজন , অনেকেরই দুধ চা এ অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অব্যশই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top