Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ছাতা হাতে বাস চালাচ্ছেন চালক,

সরকারি বাসের ছাদে ফুটো! ছাতা হাতে বাস চালাচ্ছেন চালক,

সরকারি বাসের ছাদে ফুটো! ছাতা হাতে বাস চালাচ্ছেন চালক,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

সরকারি বাসের ছাদে ফুটো! ছাতা হাতে বাস চালাচ্ছেন চালক, মহারাষ্ট্রের (Maharashtra) সরকারি পরিবহণ সংস্থার বাসগুলির দুরাবস্থার ছবি তুলে ধরলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হওয়া একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে বাসচালক মহারাষ্ট্র (Maharashtra)  স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (এমএসআরটিসি)-এর বাস চালাচ্ছেন। কিন্তু বাস (Bus) চালাতে চালাতে নিজের মাথায় ছাতা ধরে রেখেছেন তিনি। বর্ষার মরসুমে বৃষ্টি হচ্ছে। কিন্তু সরকারি বাসের ছাদে ফুটো -(Rooftop Leaks)। তাই বৃষ্টিতে সেখান দিয়ে জল গড়িয়ে পড়ছে। তা থেকেই বাঁচতেই ওই বাসচালক ছাতা (Umbrella) মাথায় দিয়ে বাস চালাচ্ছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাসচালক হলুদ রঙের একটি ছাতা বাঁ-হাতে ধরে রয়েছেন। সেই অবস্থাতেই বাস (Bus) চালাচ্ছেন তিনি। বাসের ফুটো ছাদ (Rooftop Leaks) দিয়ে জল পড়ছে ছাতার উপরে।

 

 

 

 

 

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাসচালক হলুদ রঙের একটি ছাতা বাঁ-হাতে ধরে রয়েছেন। সেই অবস্থাতেই বাস (Bus) চালাচ্ছেন তিনি। বাসের ফুটো ছাদ (Rooftop Leaks) দিয়ে জল পড়ছে ছাতার উপরে। বিষয়টি নিয়ে আহেরি বাস ডিপোর ম্যানেজার চন্দ্রভূষণ ঘাগরগুন্ডে জানিয়েছেন, ভিডিয়ো দেখে বাসের চালক (Bus Driver)  কে তা বোঝা যাচ্ছে না। তবে ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত করা হবে।

 

 

 

 

আরও পড়ুন –  দিল্লির সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া

 

আরও পড়ুন –  সুজিত বসুর সিবিআই তলব নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, তিনি…

 

 

এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন নেটিজেনরা। মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরোলি জেলায় এই ঘটনা ঘটেছে। সেখানকার আহেরি ডিপোর বাসের দুরাবস্থা নিয়ে চলছে আলোচনা।

 

 

 

আরও পড়ুন – ভোর রাতে ট্রেনের ভিতরে ঝলসে গেলেন ৯ যাত্রী, স্টোভ থেকে আগুল ছড়ায়…

 

( সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top