WBCS পরীক্ষায় রাজ্যে প্রথম ২০ জনের মধ্যে ১৪ নম্বর স্থান পেয়ে অনন্য নজির গড়ল পিছিয়ে পড়া জেলার ডোমকল মহকুমার ইসলামপুরের প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের ছেলে আবিনুর হোসেন। আর কিছুদিন পর ডিএসপি পিদে জোগ দেবে সে। শনিবার তার বাড়িতে গিয়ে সম্বধনা জানালেন রানীনগর পঞ্চায়েত সমিতি সভাপতি আমিনুল হাসান বাপি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে WBCS পরীক্ষার ফলাফল, আর এই ফল প্রকাশের পরেই দেখা যায় তালিকায় ১৪ নম্বরে উঠে এসেছে ডোমকল মহকুমার ইসলামপুরের প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের ছেলে আবিনুর হোসেনের নাম। তার এই সাফল্যে উচ্ছসিত সাড়া জেলার মানুষ। বাবা মনসুর আলী পেশায় কৃষক, চাষ করে সংসার চালান। এই পরিবারে দুই ছেলে স্ত্রীকে নিয়ে সংসার তার, এরমধ্যে বড় ছেলে আবিনুর। ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালো হিসাবে পরিচিত এলাকার মানুষের কাছে, বহরমপুরে থেকে পড়াশোনা চালাতো আবিনুর, নিজের পড়াশোনা চালাতে টিউশন পড়াতো সে। কৃষি পরিবার থেকে তাকে পড়াশোনা চালাতে তেমন ভাবে সাহায্য করতে না পাড়লেও জতটা পারতো সাহায্যের হাত বাড়িয়ে দিতেন তার বাবা। এবছর তার স্বপ্ন সফল হয়েছে, WBCS পরীক্ষায় সাফল্য। এবার সে ডিএসপি পদে কাজ করবে। তাকে এই পথ পেড়াতে অনেক পরিশ্রম ও সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিজেই জানাল সে কথা
বাইট- আবিনুর হোসেন, কৃতি ছাত্র
শনিবার সকালে এদিন প্রত্যন্ত গ্রামের বাড়িতে গিয়ে সম্বধনা জানালেন রানীনগর পঞ্চায়েত সমিতি সভাপতি আমিনুল হাসান বাপি। ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় কৃতি ছাত্র আবিনুরের হাতে।