WBMDTCL-এর নামে জাল নথি ও ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোটি টাকার প্রতারণা, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে প্রতারক

WBMDTCL-এর নামে জাল নথি ও ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোটি টাকার প্রতারণা, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে প্রতারক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – বিধাননগর সাইবার ক্রাইম থানার বড় সাফল্য। WBMDTCL-এর নামে জাল নথি ও ব্যাংক অ্যাকাউন্ট খুলে কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম আজহার সিদ্দিক (৩৪)। তিলজলা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

পুলিশ সূত্রে খবর, ২৯ জুলাই WBMDTCL (পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ) -এর জেনারেল ম্যানেজার (প্রশাসন) অভিযোগ জানান যে WBMDTCL-এর নামে জাল চিঠি প্রচার করা হচ্ছে। ওই জাল চিঠিতে ইজারাদারদের বালির মজুদ নিয়মিত করার নামে জরিমানা হিসাবে বড় অঙ্কের টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছিল। এক ইজারাদারকে WBMDTCL-এর অফিসিয়াল অ্যাকাউন্টের অনুরূপ একটি জাল ব্যাংক অ্যাকাউন্টে ৩.০১ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আজহার সিদ্দিককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, প্যান কার্ড, আধার কার্ড, FCWBMDTCL IBMPS নামে একটি রাবার স্ট্যাম্প এবং একাধিক জাল নথি উদ্ধার করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top