পাহাড়ে জারি লাল সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা সহ এই রাজ্যগুলি,

পাহাড়ে জারি লাল সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা সহ এই রাজ্যগুলি,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পাহাড়ে জারি লাল সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা সহ এই রাজ্যগুলি, সকাল থেকেই আকাশের মুখ ভার। যেকোনও মুহূর্তেই ঝেঁপে নামতে পারে বৃষ্টি। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভাসবে গোটা দেশ। বিশেষ করে উত্তর-পশ্চিম ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক রাজ্যে হলুদ, কমলা ও লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য় ভারতেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

 

হিমাচল প্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। লাগাতার ভারী বৃষ্টির জেরে সিমলা, সিরমৌর, লাহুল-স্পিতি, চাম্বা ও সোলানে হড়পা বান ও ধস নেমেছে। আগামী কয়েকদিনে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে শনিবার থেকেই অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কয়েক হাজার পর্যটক উপত্যকায় আটকে পড়েছেন।

 

 

 

 

শনিবারই মৌসম ভবনের তরফে জানানো হয়েছিল, আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য় ভারতেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

 

 

আরও পড়ুন –  ভোট মিটতেই এবার স্বজনহারাদের সঙ্গে দেখা করতে গেলেন, পাশাপাশি মমতাকে কাঠগড়ায় দাঁড়…

 

 

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে পাঁচদিন দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল ও কর্নাটকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোঝিকোড়, ওয়েনাড, কন্নুর ও কাসারাগড়ে আগামী তিনদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top