শনিবার থেকে বুধবার পর্যন্ত মারাত্মক ঝড়জলের সম্ভাবনা৷ তবে তাতে গরম কমার আশা নেই

শনিবার থেকে বুধবার পর্যন্ত মারাত্মক ঝড়জলের সম্ভাবনা৷ তবে তাতে গরম কমার আশা নেই ৷ পরপর তিন থেকে চার দিন গভীর নিম্নচাপের পর সূর্যের মুখ দেখল বাঁকুড়া জেলা। বৃহস্পতিবার বেলা গড়াতেই অনেকটা পরিষ্কার হয়ে গেল আকাশ। রাতের আকাশে দেখা গিয়েছিল উজ্জ্বল চাঁদ। শুক্রবার ভোর বেলা থেকেও সেই একই রকম চিত্র ধরা পরল বাঁকুড়া জেলায়। মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে মেঘ দেখা যাচ্ছে আকাশে। বেলা বাড়ার সঙ্গে আকাশ আরও মেঘলা হবে এমনটাই পূর্বাভাস। যেহেতু বৃষ্টি কিছুটা কমেছে এবং সূর্যের মুখ দেখা গিয়েছে সেই জন্য বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বেশ কয়েকদিন মাত্র ৩০ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা৷ তবে এদিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

 

 

 

শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী শনিবার থেকে বুধবার পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন সূর্যোদয় হয় ভোর পাঁচটা বেজে ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা বেজে বাইশ মিনিটে। দক্ষিণ থেকে উত্তরে প্রায় ১৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইবে বাতাস। আকাশ মেঘলা থাকলেও এদিন অতিবেগুনি রশ্মির পরিমাণ একটু বেশি থাকবে যার সূচক ৬।

 

 

 

আরও পড়ুন –   নওশাদ সিদ্দিকীর আইএসএফ-এর দিকে হাত বাড়াচ্ছেন মমতা, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর

 

 

আরও পড়ুন – কলকাতায় গড়ে উঠল ক্যানসার চিকিৎসার নতুন হাসপাতাল- মেডিকা অঙ্কোলজি

 

 

 

রোদের মুখ দেখা গেলেও আগামী চার থেকে পাঁচ দিন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সবে শুরু হয়েছে বর্ষা আগামী দিনেও এই একই রকম থাকবে চিত্র এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারের তুলনায় বায়ুতে আর্দ্রতার পরিমাণ শুক্রবার কিছুটা কম থাকবে, সূচক ৭০ শতাংশ। বাঁকুড়ার (Bankura)  বায়ুর গুণগতমান এদিন অত্যন্ত স্বাভাবিক এবং স্বাস্থ্যকর যার সূচক ৫৪।

 

 

( সব খবর , ঠিকক হবার, প্রত্যেকেই মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )