বৃষ্টির হাত থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গ, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা উত্তরবঙ্গ জুড়ে

বৃষ্টির হাত থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গ, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা উত্তরবঙ্গ জুড়ে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
rain

বেশ কিছুদিন ধরেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহর জুড়ে টানা বৃষ্টি হচ্ছিল। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। তবে গতকাল ধরা পরে অন্য ছবি। রবিবার আকাশ প্রায় পরিষ্কারই ছিল। রোদেরও দেখা মিলেছিল। হাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী বৃষ্টির হাত থেকে দক্ষিণবঙ্গবাসীর রেহাই মিললেও, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ ছেড়ে ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ বিহারের দিকে সরছে। যার যেরে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কমলেও, উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের কিছু জেলাতে হালকা, দুএক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস।

রবিবার রাজ্যের সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল ৯৪ শতাংশ। আজকের সর্বচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালকের মতো আজকেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top