লাগাতার বৃষ্টি থেকে মিলল খানিক স্বস্তি। শনিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তবে মাঝে মধ্যেই হালকা মেঘে ঢাকছে সূর্য। একসপ্তাহ পর কাটল দুর্যোগ। গত ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ। যার জেরে খানিক অস্বস্তি সারাদিন।
হাওয়া অফিস আগেই সতর্কবার্তা মিলেছিল আগেই, অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। একই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছিল। তবে শনিবার থেকে খানিক পরিস্কার আকাশ।
দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও এদিন থেকেই বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে । আবহাওয়া অফিস সূত্রে খবর , আজ সুস্পষ্ট একটি নিম্নচাপ যা বাংলার ওপর দিয়ে বিহারের দিকে চলে যাবে । সেই নিন্মচাপের জন্য দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা নদিয়া মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে এটাও জানা গেছে এই মুহূর্তে নিম্নচাপটি বাংলা থেকে ৩০০ কিলোমিটার দূরে সরে গিয়েছে। দেওঘরের কাছাকাছি অবস্থান করেছে নিন্মচাপটি । যার জেরে দক্ষিণবঙ্গে তেমন কোনও অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই খবর। তবে কলকাতা সহ উত্তবঙ্গের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।