এখনই থামবে না বৃষ্টি, জোড়া দাপটে বেহাল বাংলা

এখনই থামবে না বৃষ্টি, জোড়া দাপটে বেহাল বাংলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
weather

weather

টানা বৃষ্টির জেরে বেহাল দশা বাংলার। ইতি মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই জোড়া দাপটের ফলেই বাংলা জুড়ে এতো বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে হওয়া অফিস।

দক্ষিণবঙ্গের একাধিক এলাকা এখনও জলের তলায়। হওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। যার জেরে আশঙ্কায় দিন গুনছেন জলমগ্ন এলাকার মানুষজন।

গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা ছিল প্রায় ৯৭ শতাংশ। গোটা রাজ্যে বৃষ্টিপাত হয়েছে প্রায় ১.৬ মিলিমিটার। আজকে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top