অস্বস্তিকর গরম, টানা ৪ দিন চরম অস্বস্তি কলকাতায়, তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায় রয়েছে ,হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update) সত্যি করে রাজ্যজুড়ে চলেছে তাপপ্রবাহের (Heat Wave) দাপট। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। গরম বেড়েছে উত্তরবঙ্গেও। এদিকে এদিন দুপুরের পর থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়। তবে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি দুটোই বজায় থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশের আশেপাশে। আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, আগামী ৪ দিন চরম অস্বস্তি বজায় থাকবে তিলোত্তমায়। এদিকে বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে সন্ধ্যার দিকে। তছনছ হয়েছে বহু এলাকা। এসেছে মৃত্যুর খবরও। যদিও আগামী কয়েকদিনে কালবৈশাখীর কোনও পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস।
আরও পড়ুন – উদ্ধার প্রচুর পরিমাণে জাল নোট, প্রচুর পরিমাণে জাল নোট সহ এক ব্যক্তিকে…
একইসঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। তবে আগামী কয়েকদিন কোনও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সবথেকে বেশি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। তালিকায় রয়েছে বাঁকুড়া,পুরুলিয়া ,মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার মতো জেলাগুলি।
(সব খবর, ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )