কয়েকদিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, তার মধ্যেও জেলায় জেলায় জারি আরও এক সতর্কতা। গত ১২ই জুন উত্তরবঙ্গে ঢুকেছিল বর্ষা। তবে দক্ষিণবঙ্গে যে ভাবে গরম বাড়ছে তাতে একটাই প্রশ্ন উঠছে কবে নামবে বৃষ্টি? এরই মধ্যে সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী ১৮ থেকে ২১ জুনের মধ্যেই বর্ষা ঢুকতে পারে দক্ষিণবঙ্গেও। তবে এটাও সত্যি, বৃষ্টি নামলেও গরম থেকে এখনও মুক্তি পাচ্ছেন না বঙ্গবাসী। শুধু তাই নয়, তাপপ্রবাহেরই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
কলকাতায় তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম থেকে এখনই মিলবে না রেহাই। ৩৮ থেকে ৩৯ ডিগ্রি তাপমাত্রা থাকবে। ভ্যাপসা গরম যেমন রয়েছে তেমন থাকবে। তবে বর্ষা আসার পর পরিস্থিতি কিছুটা অনুকূল হবে বলে মনে করছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি হচ্ছে কলকাতা ও শহরতলির বেশ কিছু এলাকায়। সন্ধের দিকের এই বৃষ্টিতে প্যাচপ্যাচে গরম থেকে কিছুটা হলেও নিস্তার মিলছে শহরবাসীর। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নয়। পরের দিন সকাল হতেই আবার সূর্যের প্রচণ্ড তেজ, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। গতকাল বিকেলেও বৃষ্টি হয়েছে। কিন্তু আজ সকাল থেকেই আবার সেই একই ভাবে রোদের তেজ। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি যে সুরাহা দেবে না তা জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন – ‘রাজু ঝা খুনের সঙ্গে কয়লা পাচারের গভীর যোগ’, সিবিআই তদন্তের নির্দেশ,
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১৭ই জুন (শনিবার) থেকে দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহের সতর্কবাতা রয়েছে। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রাম। এর পরের দিন অর্থাৎ ১৮ জুন (রবিবার) চার জেলা যথাক্রমে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে চলবে তাপপ্রবাহ।
(সব খবর , ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজে এবং Youtube )