ফুঁসছে তিস্তা, জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গেও প্রায় সব জেলাতেই টানা বৃষ্টি, কতদিন চলবে বৃষ্টি, তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ায় ফুলেফেঁপে উঠেছে করলা নদী। জলপাইগুড়ি শহরে নদীর দু’ পাড় প্লাবিত। ঘরে জল ঢুকে যাওয়ায় ফ্লাড শেল্টারে আশ্রয় নিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। গত দুদিন ধরে সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টিতে জল বেড়েছে তিস্তায়। জারি হয়েছে লাল সতর্কতা। তিস্তার সব লকগেট খুলে দফায় দফায় জল ছাড়া হয়েছে। সেচ দফতর জানিয়েছে, শুক্রবার সকালে ৬ হাজার কিউসেক এ রাতে ৪ হাজার কিউসেকের বেশি জল ছাড়া হয়। তাতেই জলমগ্ন জলপাইগুড়ি পুর এলাকার একাধিক ওয়ার্ড। ইন্দিরা কলোনি, পরেশ মিত্র কলোনি, নীচু মাঠ এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুর প্রশাসনের পক্ষ থেকে ফ্লাড শেল্টারে আশ্রয় নেওয়া বাসিন্দাদের খাবার, পানীয় জল দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গেও প্রায় সব জেলাতেই টানা বৃষ্টি চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতদিন এক টানা বৃষ্টি?
আগামী সোমবার থেকে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গতেই বৃষ্টি কমতে শুরু করবে। তবে শনি ও রবিবারের জন্য উত্তরবঙ্গের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সোমবার থেকে তাপমাত্রার বৃদ্ধি হবে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ২৫ শতাংশ। কলকাতাতে -৩৩ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে ১২ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে। কলকাতার ক্ষেত্রে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হবে। রবিবারও আংশিক মেঘলা আকাশ থাকবে।
আরও পড়ুন – চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাসে নাম লিখিয়েছে ভারত, কিন্তু চাঁদের মাটিতে বলি…
আবহাওয়া বিভাগ অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, মনসুন অক্ষরেখা মোজাফফরপুর পূর্নিয়া বাঁকুড়া নর্থ ইস্ট বঙ্গপোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । এছাড়া উত্তর পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, আরেকটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে। এই ত্রিফলায় উত্তরবঙ্গের পরিস্থিতি মারাত্মক খারাপ।দক্ষিণবঙ্গে সব জেলাতে সোম ও মঙ্গলবার হালকা মাঝারি বৃষ্টি হবে।উত্তরবঙ্গে ভাল বৃষ্টি হবে।