গঙ্গা ভাঙন নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গঙ্গা ভাঙন নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গঙ্গা ভাঙন নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রুখতে শুক্রবার ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে মুর্শিদাবাদের শমসেরগঞ্জে এলাকায় গঙ্গা ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এর পর শমসেরগঞ্জের সভায় গিয়ে গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান মমতা। বলেন, ‘‘গঙ্গা ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকল্প। তা সত্ত্বেও কোনও সাহায্য করে না। শুধু রাজনীতি, অশান্তি নিয়ে মাথা ঘামায়।’’ কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হওয়ার পরই গঙ্গা ভাঙন রোধে ১০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

শুক্রবার মমতা বলেন, ‘‘গতকাল ৫০ কোটি টাকা ঘোষণা করেছিলাম। আজ ১০০ কোটি টাকা ঘোষণা করলাম। ভাঙনের পার সারানো যাবে। যাঁরা ঘরবাড়ি হারিয়েছেন, তাঁদের পাট্টা দেওয়া হবে। একটু দূরে জায়গা নেবেন। যাঁরা এমন জায়গায় রয়েছেন, যা একেবারে জলের তলায় প্রায়। তাঁদের সরে যেতে হবে।’’ এই প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘‘নিজের বাসস্থান কেউ ছাড়তে চায় না। একটা আবেগ কাজ করে। কিন্তু জীবনের থেকে তো বড় কিছু নয়।’’ নদী থেকে ৪-৫ কিমি দূরে বাড়ি তৈরির পরামর্শ দেন মমতা। এর পরই সেচমন্ত্রী পার্থ ভৌমিক এবং সেচ সচিবের উদ্দেশে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ‘‘এই কাজটা ভাল করে করতে হবে। এই বছরই তোমরা যদি ১০০ কোটি টাকার কাজ করতে পারো, তা হলে পরের বছর আমি দেখে নেব আরও।’’

 

 

 

আরও পড়ুন –   বাহিনীর মধ্যে যোগাযোগ মজবুত করতে রেডিয়ো সেট কিনছে লালবাজার

 

 

 

বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদে জেলা প্রশাসনের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠক থেকে শমসেরগঞ্জে গঙ্গা ভাঙন মোকাবিলায় ৫০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মমতা। শুক্রবার সেই শমসেরগঞ্জে দাঁড়িয়ে এ জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। চলতি বছরেই পঞ্চায়েত ভোট রয়েছে। ইতিমধ্যেই ‘নবজোয়ার’ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদহের ইংরেজবাজারে অভিষেকের মঞ্চে গিয়েছিলেন মমতা। সেখান থেকেও কেন্দ্রকে আক্রমণ করেছিলেন তিনি। এই আবহে গঙ্গা ভাঙনের মতো গুরুতর সমস্যায় কেন্দ্র সাহায্য করছে না বলে যেমন অভিযোগ করলেন মমতা, একই সঙ্গে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে মানুষের পাশে থাকার বার্তা দিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top