যাদবপুরে ‘গোলি মারো’ স্লোগান! প্রত্যেককে গ্রেফতারির নির্দেশ মমতার

যাদবপুরে ‘গোলি মারো’ স্লোগান! প্রত্যেককে গ্রেফতারির নির্দেশ মমতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের মন্ত্রী সভার রদবদল

যাদবপুরে ‘গোলি মারো’ স্লোগান! প্রত্যেককে গ্রেফতারির নির্দেশ মমতার। যাদবপুরকাণ্ডের প্রতিবাদে গত সপ্তাহেই পথে নেমেছিল এবিভিপি। বিজেপির যুব মোর্চাও আলাদা করে রাস্তায় নেমেছিল একই দিনে। জোড়া মিছিলে উত্তাল হয়েছিল যাদবপুর (Jadavpur) চত্বর। অভিযোগ, সেদিন এবিভিপি-র মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগানও ওঠে। যদিও সঙ্গে সঙ্গে মিছিলে অংশগ্রহণকারী বাকিরা বিষয়টি আর এগোতে দেননি। কিন্তু এই নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সোমবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। বুঝিয়ে দিলেন, এই ধরনের স্লোগান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। জানালেন, তিনি পুলিশ-প্রশাসনকে বলে দিয়েছেন যাঁরা ‘গোলি মারো’ স্লোগান তুলেছেন, প্রত্যেককে গ্রেফতার করতে হবে।

 

 

 

 

 

 

এদিন তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে বাংলার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট করানোর বিষয়ে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সময়েই ছাত্র ভোট ঘিরে বিরোধী সংগঠনগুলি গোলমাল পাকাতে পারে, এমন আশঙ্কার কথা শোনা যায়। সম্প্রতি এবিভিপি-র মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগানের কথাও উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। বুঝিয়ে দিলেন, প্রতিবাদ-বিক্ষোভ-মিছিল করার অধিকার থাকলেও, কাউকে গুলি মারার অধিকার কারও নেই।

 

 

 

আরও পড়ুন –  আগামী শনিবার পঞ্চায়েত মামলার সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন বিচারপতি সিনহা

 

 

 

 

 

যাদবপুরের হস্টেলে পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে র‌্যাগিং-এর অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। সেসবের প্রতিবাদেই গত শুক্রবার মিছিল করেছিল এবিভিপি। যাদবপুরের পড়ুয়ার মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রীও। কিন্তু ‘গুলি মারার’ অধিকার যে কারও নেই, সেই বার্তাও স্পষ্ট করে দিলেন মমতা। বললেন, ‘যাদবপুরে বিক্ষোভ দেখাবি দেখা। আমার তো দুঃখের সীমা নেই। বিচার চাও। কিন্তু বিচার চাওয়ার পদ্ধতি এটা নয়, গোলি মারো। দেখি তো কত বড় সাহস। মার গোলি এখানে, আমি দেখছি তোদের।’

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং YouTube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top