মহাষ্টমীর সকালে অন্য দৃশ্য, রাজনৈতিক সমীকরণ পিছনে ফেলে কুণালের পুজো দেখতে রাজ্যপাল

মহাষ্টমীর সকালে অন্য দৃশ্য, রাজনৈতিক সমীকরণ পিছনে ফেলে কুণালের পুজো দেখতে রাজ্যপাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মহাষ্টমীর দিন সকালে পুরনো সব রাজনৈতিক সমীকরণ ভুলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পুজোয় হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধোপদুরস্ত ঘিয়ে রঙের পাঞ্জাবি পাজামা ও জাতীয় পতাকার রঙে রাঙানো উত্তরীয় গলায় দিয়ে অষ্টমীর সকালে মণ্ডপে হাজির রাজ্যপাল বোস। আর এখানেই চমক। রবিবার সকালে প্রথমেই উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে রামমোহন সম্মিলনীর পুজোমণ্ডপে হাজির হন তিনি। এই পুজো তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের বলেই পরিচিত।

আরও পড়ুন: উৎসবের মাঝেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় তেজ

অষ্টমীর সকাল সাক্ষী রইল অভূতপূর্ব রাজনৈতিক সৌজন্যের। রাজ্যপাল সিভি আনন্দ বোস আসতে তাঁকে নিজে স্বাগত জানিয়ে মণ্ডপে নিয়ে আসেন কুণাল ঘোষ। মণ্ডপের থিমও নিজেই বুঝিয়ে দেন। ঘুরে দেখান ঠাকুর সহ মণ্ডপ। সেসময় মণ্ডপে অঞ্জলির তিথি চলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের অঞ্জলির জন্য ব্যবস্থা করে দিতেও দেখা যায় তাঁকে।

 

বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে রাজনৈতিকভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। পালটা শাসকদলকে উত্তর দিতে দেখা গিয়েছে রাজ্যপালকেও। এদিন সেই সব তিক্ততা ভুলে দুর্গাপুজোর উৎসবই বড় হয়ে উঠতে দেখা গেল। যদিও দিন দুয়েক আগেই পুজো পরিক্রমায় বেরিয়েও শাসক দলকে নাম না করে নিশানা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও উৎসবের কয়েকদিন আর সেই সব কিছু ভুলে পুজোর আনন্দটুকু চেটেপুটে নিতে চান রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

 

প্রতিপদের দিন থেকেই শহর থেকে জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, একডালিয়া এভারগ্রিন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, মহম্মদ আলি পার্ক সহ শহরের একাধিক নাম করা পুজো মণ্ডপ পরিদর্শন এই কদিনে সেরেছেন রাজ্যপাল। তিনি কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস প্যাণ্ডেলের ঠাকুর সহ আরও জেলারও নাম করা পুজো প্যাণ্ডেলগুলি ঘুরে দেখেন। 

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top