দলবল নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু কিন্তু কেন ? রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) অফিসে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে রয়েছেন বঙ্গ বিজেপির তিন বিধায়কও। মনোজ টিগ্গা, সুশীল বর্মণ ও সত্যেন রায়কে নিয়ে শুক্রবার বিকেলে কমিশনের অফিসে ঢোকেন শুভেন্দু। কিন্তু কেন হঠাৎ কমিশনের অফিসে এলেন শুভেন্দু? রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এখনও এই বিষয়ে কিছু খোলসা না করলেও অনুমান করা হচ্ছে নির্বাচন কমিশনে যে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় বনসলকে, সেই বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে পারেন শুভেন্দু। এর পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এবং তারপরও যে অশান্তির চিত্র ফুটে উঠতে শুরু করেছে, সেই সব বিষয়গুলি নিয়েও রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তিনি কথা বলতে পারেন।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় থেকেই অশান্তির সাক্ষী থেকেছে বাংলা। কোথাও রক্ত ঝরেছে, কোথাও বোমা ফেটেছে, মৃত্যু হয়েছে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে মৃত্যুর কথা স্বীকার করেছে রাজ্য নির্বাচন কমিশনও। আর এসবের মধ্যেই আজ বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে শুভেন্দু অধিকারীর যাওয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রায় আধ ঘণ্টা মতো কমিশনের অফিসে বৈঠক হওয়ার কথা রয়েছে শুভেন্দুদের। কী কী বিষয়ে তাঁদের আলোচনা হয়, সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।
আরও পড়ুন – প্যাচপ্যাচে ঘাম থেকে নিস্তার এখনই নয় ,তবে গোটা বাংলায় ঢুকে পড়ল বর্ষা,
উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের সচিব পদে বর্তমানে দায়িত্বে রয়েছেন নীলাঞ্জন সান্ডিল্য। সম্প্রতি পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর নির্বাচন কমিশনারকে সাহায্য করতে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ আমলা সঞ্জয় বনসলকে। তিনি বর্তমানে অনগ্রসর শ্রেণি ও সমাজ কল্যাণ দফতরের সচিব পদের দায়িত্বে রয়েছেন। এমনভাবে সঞ্জয় বনসলকে দায়িত্ব দেওয়া অবৈধ বলেই দাবি করছেন অনেকে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, সেই বিষয়টি নিয়েই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে কথা বলতে এসেছেন শুভেন্দু অধিকারী।