প্রথম বৈঠকেই জেলাশাসকদের কি বার্তা কমিশনের?

প্রথম বৈঠকেই জেলাশাসকদের কি বার্তা কমিশনের?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

প্রথম বৈঠকেই জেলাশাসকদের কি বার্তা কমিশনের? অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রয়োজনীয় পদক্ষেপ হবে। প্রথম দিনই জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জানাল রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন ঘিরে যাতে অশান্তি না হয়, সেই নির্দেশ দিল কমিশন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হবে কি না, তা নিয়ে এখনও কিছু মন্তব্য করেনি কমিশন। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আগামী ৮ জুলাই ২২টি জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে। এক দফাতেই ভোট হবে বলে রাজ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন। এখন থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী বিধি। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরই জেলাশাসকদের সঙ্গে নয়া নির্বাচন কমিশনার ভার্চুয়াল বৈঠকে বসেন। আগামী সোমবার সর্বদল বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

 

 

 

 

 

শুক্রবার থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ১৭ জুন স্ক্রুটিনির তারিখ ধার্য করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২০ জুন পর্যন্ত। কমিশন থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, মনোনয়ন যেখানে জমা নেওয়া হবে, সেখানে ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। ৮ জুলাই ভোট, তবে গণনার দিন হিসাবে প্রাথমিকভাবে উঠে আসছে ১১ জুলাই। কিন্তু সেটি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে কমিশন।

 

 

 

 

 

মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসতে শুরু করে। হাওড়ায় মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে সিপিএম। আবার কোথাও বিক্ষোভ দেখায় বিজেপি।

 

 

 

 

আরও পড়ুন – সব ধরনের জ্বালানির দূষণ পরীক্ষার জন্য নতুন যন্ত্র হাতে পাচ্ছে পুলিশ,

 

 

এখন থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী বিধি। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর শুক্রবার জেলাশাসকদের সঙ্গে নয়া নির্বাচন কমিশনার ভার্চুয়াল বৈঠকে বসেন। আগামী সোমবার সর্বদল বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top