কেন্দ্রীয় বাহিনী আসার আগেই রাজ্য পুলিশের ৬ কোম্পানি ‘বিশেষ’ বাহিনী নামাচ্ছে নির্বাচন কমিশন , গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন করতে হবে। হাই কোর্টের এই নির্দেশ সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। শীর্ষ আদালতের এই নির্দেশ পাওয়ার পরেই রাজ্য নির্বাচন কমিশন প্রতি জেলার জন্য এক কোম্পানি করে বাহিনী চেয়েছে কেন্দ্রের কাছে। সেই বাহিনী রাজ্যে এসে পৌঁছনোর আগেই রাজ্য পুলিশের বিশেষ বাহিনী নামানো হচ্ছে। ছয় কোম্পানি বিশেষ প্রশিক্ষিত বাহিনী (স্পেশালাইজ়ড ফোর্স)-র কথা বলা হলেও তাতে কোন স্তরের পুলিশকর্মী রয়েছেন তার উল্লেখ নেই। রাজ্য পুলিশের নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রাথমিক ভাবে যে সব স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছে, সেখানে এখনই ছয় কোম্পানি বিশেষ বাহিনী পাঠাতে হবে।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে সবচেয়ে বেশি গোলমাল হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে (Bhangar)। এই এলাকা আবার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত। এ ছাড়াও মনোনয়ন পর্বে অশান্তি হয়েছে কোচবিহার এবং মুর্শিদাবাদেও। সেখানেও রাজ্য পুলিশের এই বিশেষ বাহিনী পাঠানো হচ্ছে। কমিশনের পক্ষে আগেই জানানো হয়েছিল, স্পর্শকাতর এলাকার জন্য বিশেষ নিরাপত্তার কথা চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আগেই চারটি রাজ্য থেকে পুলিশ আনার কথা বলা হয়েছিল। এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এ নিয়ে বিরোধীরা সরব। তাদের প্রশ্ন, জেলা পিছু মাত্র এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আনার পরিকল্পনা কেন নিয়েছে কমিশন?
আরও পড়ুন – পঞ্চায়েত ভোট উপলক্ষে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
কোন কোন জেলায় এই বাহিনী যাবে তা-ও পুলিশের পক্ষে জানানো হয়েছে। বাহিনী যাবে তিনটি প্রশাসনিক জেলা কোচবিহার, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। এ ছাড়াও তিনটি পুলিশ জেলা মুর্শিদাবাদ, বারুইপুর এবং ইসলামপুরে যাবে এই বিশেষ বাহিনী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশকর্মীদের নিয়েই এই বিশেষ সশস্ত্র বাহিনী তৈরি।