নন্দীগ্রামে তৃণমূলকে ‘সাফ’ করার চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু। নন্দীগ্রামে তৃণমূলকে উৎখাত করতে ‘অ্যান্টিবায়োটিক’ দেওয়ার কথা শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার রেয়াপাড়ায় এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, “নন্দীগ্রাম থেকে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য যা অ্যান্টিবায়োটিক দেওয়ার, তার ব্যবস্থা করা হয়েছে।” নন্দীগ্রামের রেয়াপাড়া বিধায়ক কার্যালয়ে এদিন প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসে মনোনয়ন পর্বের অশান্তি নিয়ে কমিশনকে দুষলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কর্মসূচি শেষ করে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাসকদল ও কমিশনকে নিশানা করেন তিনি। বলেন, ৪৮ ঘণ্টা কাটলেও হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসেনি। সোমবার আবারও আদালতে যাচ্ছেন তিনি।
দিনহাটায় বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে শুভেন্দু জানান, “শুধু দেওর নয়, তিনি প্রার্থীর প্রস্তাবকও ছিলেন। এটা রাজনৈতিক হত্যা। পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। শনিবার সারা রাজ্যজুড়ে তাণ্ডব চালানো হয়েছে। পূর্ব মেদিনীপুরে পটাশপুরে জেলা পরিষদের গাড়ি ভাঙচুর, দেশপ্রাণ ব্লকেরও একাধিক প্রার্থীকে হেনস্থা করা হয়েছে। আক্রমণের পাল্টা প্রতিরোধ হয়েছে। গ্রামবাসীরা মিলে চোর চোর বলে ওদের তাড়িয়েছে। গোটা রাজ্যে জঙ্গলের রাজত্ব চলছে। এখনও পর্যন্ত এই শুরুর পর্বেই ৮ জনের মৃত্যু হয়েছে।”
শুভেন্দুর বক্তব্যকে কার্যত হেসে উড়িয়ে দেন তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র। তিনি বলেন, “তিনি একজন নেতা। তিনি জানেন কীভাবে অঞ্চলে জিততে হয়। আমাদের দলের একটাই বার্তা অহিংসার পথে থেকে আমরা প্রতিবাদ করব। যদি সন্ত্রাস করার কেউ চেষ্টা করে, তবু আমরা অহিংসার পথেই মানুষের মন জয় করব।”
আরও পড়ুন – কেন্দ্রীয় বাহিনী নিয়েই আগাম প্রস্তুতি শুরু করল লালবাজার,
রবিবার শুভেন্দু অধিকারী বলেন, ২০০৩ ও ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে যে প্রাণ ঝরেছিল, সেই সংখ্যা এবার ছাড়িয়ে যাবে। তাঁর কথায়, “শুভেন্দু অধিকারীর জেতা আসনগুলোতে পদ্মফুল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বুথগুলোতে জিতেছিলেন, সেই বুথে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য যা অ্যান্টিবায়োটিক দেওয়ার, তার ব্যবস্থা করা হয়েছে। নন্দীগ্রাম থেকে ১৭টি গ্রামপঞ্চায়েতে তৃণমূলকে সাফ করব। ১১টি অঞ্চলে বিজেপির বোর্ড করব, বাকি ৬টি অঞ্চলে তৃণমূলমুক্ত বোর্ড করব। কী করব, মনোনয়নে তা ঠিক হয়ে গিয়েছে।”